আইনত

লাতিন শব্দ, যার অর্থ "আইনত"

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা EmausBot (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:০৮, ৭ অক্টোবর ২০১১ তারিখে সম্পাদিত হয়েছিল (r2.6.4) (বট পরিবর্তন করছে: sr:De iure)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

দে জুরি (আধুনিক লাতিন: "de iure"; ইংরেজি: "concerning law") একটি মত অভিপ্রায় করে যার অর্থ "আইন সম্পর্কে", এটি বেশির ভাগ ব্যবহার করা হয় আইন, সরকার অথবা প্রযুক্তির (যেমন, Standard) হ্মেত্রে, দে ফ্যাক্টোর সঙ্গে বৈসাদৃশ্যে।

আর্ন্তজাতিক সর্ম্পক

আর্ন্তজাতিক সর্ম্পক বিদ্যায় দে জুরি শব্দটি বহুলভাবে ব্যবহত হয়। ইহা কোন রাষ্ট্র কর্তৃক আরেকটি রাষ্ট্র বা শাসন ব্যবস্থাকে আইনগত স্বীকৃতি দেয়া। যেমন: ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়। যদিও বাংলাদেশ স্বাধীনতা লাভ করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।

আরও দেখুন