তৃতীয় পর্যায়ের মৌল

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Nasirkhan (আলোচনা | অবদান) কর্তৃক ১২:০৪, ১ এপ্রিল ২০১২ তারিখে সম্পাদিত হয়েছিল (→‎মৌলসমূহের সারণী: +)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

তৃতীয় শ্রেণীর মৌল বলতে সেই সকল মৌলিক পদার্থকে বুঝান‌ো হয় যেগুলো পর্যায় সারণীর তৃতীয় সারিতে (পর্যায়ে) রয়েছে। পর্যায় সারণীতে মৌলগুলো একাধিক সারিতে বিন্যস করা হয়েছে। প্রতিটি সারিতে মৌল সমূহের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের বৈশিষ্টগুলো ক্রমন্বয়ে পরিবর্তীত হতে থাকে। একই বৈশিষ্টের পুনরাবৃত্তির হলে নতুন সারিতে অন্তর্ভুক্ত করা হয় মৌলগুলোকে। একই কলামের মৌলগুলো সাধারণত একই ধরনের বৈশিষ্ট সম্পন্ন হয়ে থাকে। তৃতীয় শ্রেণীতে মোট আটটি মৌল রয়েছে, মৌলগুলো হল: সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এবং আর্গন। প্রথম দুটি মৌল সোডিয়াম এবং ম্যাসনেসিয়াম পর্যায় সারণীর এস-ব্লক এর মৌল, অন্যান্য মৌলগুলো পি-ব্লকের অন্তর্গত।

পর্যায়বৃত্ত প্রবণতা

মৌলসমূহ

সোডিয়াম

ম্যাগনেসিয়াম

অ্যালুমিনিয়াম

সিলিকন

ফসফরাস

সালফার

ক্লোরিন

আর্গন

মৌলসমূহের সারণী

তৃতীয় পর্যায়ের মৌল সমূহ
শ্রেণী ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
#
নাম
11
Na
12
Mg
13
Al
14
Si
15
P
16
S
17
Cl
18
Ar
e--conf.

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ