Suvray

১১ আগস্ট ২০১০ তারিখে যোগ দিয়েছেন

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা আফতাবুজ্জামান (আলোচনা | অবদান) কর্তৃক ২১:০১, ৩ সেপ্টেম্বর ২০২২ তারিখে সম্পাদিত হয়েছিল (সংশোধন)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

আগ্রহী পাঠক হিসেবে অত্র পাতায় আপনাকে স্বাগতঃ জানাচ্ছি আমি সুব্রত রায়। পেশাগত জীবনে শিক্ষাবিদ এবং প্রযুক্তিমনষ্ক ব্যক্তি হিসেবে ২২ বছরের অধিককাল কম্পিউটারের সাথে বসবাস করছি ও গত প্রায় ৪ বছর ধরে চশমা ব্যবহার করতে বাধ্য হয়েছি মূলতঃ ‘চল্লিশ পেরুলেই চালশে’ গানকে মূল্যায়ণ ও স্বাগতঃ জানাতে! বাংলাভাষী হিসেবে আপনার অংশগ্রহণকে সদা-সর্বদা মূল্যায়ণ করি রত্নসম প্রযুক্তিবিদ হিসেবে। আপনার-আমার, আমাদের স্বতঃস্ফূর্ত ও স্বেচ্ছাশ্রমে আলোকিত হবে প্রিয় বাংলা উইকিপিডিয়া - এ আমার প্রতিনিয়ত প্রত্যাশা এবং আন্তরিক বিশ্বাসবোধও বটে!

বাংলা মায়ের স্বপ্নীল ভুবনকে আরো আলোকোজ্জ্বল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেই এখানে অবস্থান করেছি, করছি এবং করবো; সর্বোপরি শুভাকাঙ্ক্ষী হিসেবেই মূলতঃ থাকতে চাই।

অমিয় বাণীকে স্মরণ করি অণুক্ষণ, প্রতিক্ষণ -

রে অচেনা

দিন যায়, সন্ধ্যা হয়

সময় রবে না ...