আগ্রহী পাঠক হিসেবে অত্র পাতায় আপনাকে স্বাগতঃ জানাচ্ছি আমি সুব্রত রায়। পেশাগত জীবনে শিক্ষাবিদ এবং প্রযুক্তিমনষ্ক ব্যক্তি হিসেবে ২২ বছরের অধিককাল কম্পিউটারের সাথে বসবাস করছি ও গত প্রায় ৪ বছর ধরে চশমা ব্যবহার করতে বাধ্য হয়েছি মূলতঃ ‘চল্লিশ পেরুলেই চালশে’ গানকে মূল্যায়ণ ও স্বাগতঃ জানাতে! বাংলাভাষী হিসেবে আপনার অংশগ্রহণকে সদা-সর্বদা মূল্যায়ণ করি রত্নসম প্রযুক্তিবিদ হিসেবে। আপনার-আমার, আমাদের স্বতঃস্ফূর্ত ও স্বেচ্ছাশ্রমে আলোকিত হবে প্রিয় বাংলা উইকিপিডিয়া - এ আমার প্রতিনিয়ত প্রত্যাশা এবং আন্তরিক বিশ্বাসবোধও বটে!
বাংলা মায়ের স্বপ্নীল ভুবনকে আরো আলোকোজ্জ্বল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেই এখানে অবস্থান করেছি, করছি এবং করবো; সর্বোপরি শুভাকাঙ্ক্ষী হিসেবেই মূলতঃ থাকতে চাই।
অমিয় বাণীকে স্মরণ করি অণুক্ষণ, প্রতিক্ষণ -
রে অচেনা
দিন যায়, সন্ধ্যা হয়
সময় রবে না ...