তোফাজ্জল হোসেন হত্যাকাণ্ড
তোফাজ্জল হোসেন হত্যাকাণ্ড বলতে তোফাজ্জল হোসেন নামে এক মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরদের দ্বারা খুনের ঘটনাকে বোঝানো হয়েছে।[২] ঘটনাটি ঘটে ১৮ সেপ্টেম্বর ২০২৪। তাকে মোবাইল চুরির অভিযোগে আটক করা হয় এবং পরে শিক্ষার্থীরা তাকে নির্মমভাবে মারধর করে, যার ফলে তার মৃত্যু হয়।
তোফাজ্জল হোসেন হত্যা | |
---|---|
স্থান | ফজলুল হক মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয় |
তারিখ | ১৮ সেপ্টেম্বর ২০২৪ |
হামলার ধরন | গণপিটুনি, হত্যা |
ভুক্তভোগী | তোফাজ্জল হোসেন |
অপরাধীগণ | ফজলুল হক মুসলিম হলের ছাত্ররা |
সন্দেহভাজন হামলাকারী দল | ৬ জন[১] |
তথ্যসূত্র
- ↑ অনলাইন ডেস্ক (২০ সেপ্টেম্বর ২০২৪)। "তোফাজ্জল হত্যাকাণ্ডের ঘটনায় আটক ছয়জনের পাঁচজনই ছাত্রলীগের"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ আনন্দবাজার অনলাইন ডেস্ক (২০ সেপ্টেম্বর ২০২৪)। "চোর সন্দেহে যুবককে ধরে ভরপেট খাওয়ালেন ঢাকার ছাত্রেরা, তার পর গণপিটুনি, মৃত্যু! ক্ষোভ বাংলাদেশে"। আনন্দবাজার পত্রিকা। কলকাতা । সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪।