আগৈলঝাড়া উপজেলা
বরিশাল জেলার একটি উপজেলা
আগৈলঝাড়া বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত একটি উপজেলা।
আগৈলঝাড়া | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে আগৈলঝাড়া উপজেলা | |
স্থানাঙ্ক: ২২°৫৮′১″ উত্তর ৯০°৯′১″ পূর্ব / ২২.৯৬৬৯৪° উত্তর ৯০.১৫০২৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | বরিশাল বিভাগ |
জেলা | বরিশাল জেলা |
আয়তন | |
• মোট | ১৫৫.৪৭ বর্গকিমি (৬০.০৩ বর্গমাইল) |
জনসংখ্যা [১] | |
• মোট | ১,৪৯,৪৫৬ |
• জনঘনত্ব | ৯৬০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬২.৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ১০ ০৬ ০২ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
সম্পাদনাউত্তরে মাদারীপুর জেলার কালকিনি উপজেলা ও ডাসার উপজেলা, দক্ষিণে উজিরপুর উপজেলা, পূর্বে গৌরনদী উপজেলা ও উজিরপুর উপজেলা, পশ্চিমে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাআগৈলঝাড়া উপজেলায় বর্তমানে ৫টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম আগৈলঝাড়া থানার আওতাধীন।
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আগৈলঝাড়া উপজেলার মোট জনসংখ্যা ১,৪৯,৪৫৬ জন। এর মধ্যে পুরুষ ৭২,৪২১ জন এবং মহিলা ৭৭,০৩৫ জন। মোট পরিবার ৩২,৮৩৯টি।[২]
শিক্ষা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আগৈলঝাড়া উপজেলার সাক্ষরতার হার ৬২.৯%।[২]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাধ্যমিক বিদ্যালয়
- আগৈলঝাড়া বিএইচপি একাডেমী (১৯১৯)
- আগৈলঝাড়া শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় (১৯৬১)
- গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় (১৮৯৩)
- বাকাল নিরঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয় (১৯৯১)
- বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় (১৯৪১)
- মোল্লাপাড়া উচ্চ বিদ্যালয় (১৯৫৯)
- বাশাইল মাধ্যমিক বিদ্যালয় (১৯৬২)
- সেরাল মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৫)
- রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৬)
- ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৬)
- বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৭)
- কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৯)
- নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয় (১৯৭০)
- রাজিহার মাধ্যমিক বিদ্যালয় (১৯৭১)
- বাটরা প্রেমচাঁদ বালিকা মাধ্যমিক বিদ্যালয় (১৯৭২)
- সাহেবেরহাট মাধ্যমিক বিদ্যালয় (১৯৯৭)
- টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় (১৯৭৮)
- আহুতি বাটরা পাবলিক একাডেমি (১৯৮৫)
- কাঠিরা আদর্শ বিদ্যানিকেতন (১৯৮৬)
- জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয় (১৯৮৮)
- ঐচারমাঠ মাধ্যমিক বিদ্যালয় (১৯৮৯)
- রাংতা মাধ্যমিক বিদ্যালয় (১৯৯৪)
- রত্নপুর মাধ্যমিক বিদ্যালয় (১৯৯৫)
- ভালুকশী মাধ্যমিক বিদ্যালয় (১৯৯৭)
- বাগধা এসইএসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয় (২০১১)
- উচ্চ মাধ্যমিক (কলেজ)
- আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, মোহনকাঠী
- আস্কর কালীবাড়ী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ
- বাগধা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ
- বাহাদুরপুর নিশিকান্ত গাইন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
- বাশাইল কলেজ
- ছয়গ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ
- পয়সা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ
- শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে আগৈলঝাড়া"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৫।
- ↑ ক খ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯।