আটপাড়া উপজেলা
আটপাড়া উপজেলা বাংলাদেশের নেত্রকোণা জেলার একটি উপজেলা। এটি নেত্রকোণা জেলার মধ্যে আয়তনে সবচেয়ে ছোট উপজেলা। ৭ টি ইউনিয়ন ও ১৭৫ টি গ্রাম নিয়ে গঠিত আটপাড়া উপজেলা।
আটপাড়া | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে আটপাড়া উপজেলা | |
স্থানাঙ্ক: ২৪°৪৮′৩৭″ উত্তর ৯০°৫২′৮″ পূর্ব / ২৪.৮১০২৮° উত্তর ৯০.৮৬৮৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | নেত্রকোণা জেলা |
সরকার | |
আয়তন | |
• মোট | ১৯২ বর্গকিমি (৭৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ১,৩২,৪৪০ |
• জনঘনত্ব | ৬৯০/বর্গকিমি (১,৮০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার৮০.৯০% | |
• মোট | % |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৭২ ০৪ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
সম্পাদনাআটপাড়া উপজেলার উত্তরে বারহাট্টা উপজেলা, দক্ষিণ কেন্দুয়া উপজেলা ও মদন উপজেলা, পূর্বে খালিয়াজুড়ি উপজেলা, মোহনগঞ্জ উপজেলা, পশ্চিমে নেত্রকোণা সদর উপজেলা।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাআটপাড়া উপজেলায় বর্তমানে ৭টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম আটপাড়া থানার আওতাধীন।[২]
ইতিহাস
সম্পাদনাআটপাড়া থানার প্রশাসনিক কার্যক্রম প্রথমে নেত্রকোণা সদর থেকে পরে বারহাট্টা থানা থেকে পরিচালনা করা হয়। ১৯১৭ সালের ২১ আগস্ট থেকে আটপাড়া থানার কার্যক্রম শুরু হয়। ১৯৬২ সাল থেকে আটপাড়া সার্কেল উন্নয়ন কার্যক্রম বারহাট্টা থানা থেকে চালানো হয়। ১৯৬৪ সাল থেকে আটপাড়ার কার্যালয় স্থাপন করে এটি কার্যক্রম শুরু করে। বাংলাদেশ স্বাধীনতার পর জুলাই ১৯৮৩ সালে আটপাড়া কে উপজেলায় রূপান্তর করা হয়।
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনাএখানের মোট জনসংখ্যা ১,৩২,৪৪০ জন।
শিক্ষা
সম্পাদনাঅতীতে শিক্ষার হার কম থাকলেও দিনেদিনে এই হার ক্রমশ বাড়তেছে । শিক্ষার হার:৩৯% আটপাড়া উপজেলায় ৩টি কলেজ ও ২টি উন্নত মানের মাদ্রাসা রয়েছে। (১)তেলিগাতী সরকারি ডিগ্রী কলেজ। স্থাপিত:১৯৬৮খ্রী:। (২) আটপাড়া ডিগ্রী কলেজ। স্থাপিত:১৯৮৫খ্রী:।
অর্থনীতি
সম্পাদনাআটপাড়া উপজেলা মূলত কৃষি নির্ভর। এই উপজেলায় ধান, পাট, গম ইত্যাদি প্রধান অর্থকরী ফসল। এছাড়াও কুমড়া, আলু, পটল, সরিষা প্রচুর পরিমাণে চাষ করা হয় । প্রধান ফল-ফলাদি হচ্ছে আম, কাঁঠাল, কলা, জাম, লিচু, পেয়ারা, তরমুজ, সুপারি, পেঁপে ইত্যাদি। বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি হচ্ছে কাউন, খেসারি, ছোলা, আউশ ধান, অড়হর, মাষকলাই। এখানে প্রচুর হাঁস-মুরগি এবং খামার,গরু-ছাগলের খামার, মৎস্য খামার রয়েছে যা কিনা এই উপজেলার অর্থনীতিকে এগিয়ে নিতে ব্যাপক অবদান রেখেছে। ব্যবসা বাণিজ্য পরিচালনায় এই উপজেলায় গড়ে উঠেছে অসংখ্য ছোট ও মাঝারি আকারের ক্ষুদ্র শিল্প।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- যোগেন্দ্রনাথ চক্রবর্তী - ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং বিপ্লবী।
- অখিল পাল - বাংলাদেশের খ্যাতিমান ভাস্কর ও শিল্পী।
- খালেকদাদ চৌধুরী - বিশিষ্ট সাহিত্যিক।
- আব্দুল খালেক - সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা।
- খাদিজা আমিন- প্রাক্তন সংসদ সদস্য।
- নুরুল আমিন তালুকদার- প্রাক্তন সংসদ সদস্য।
- মনজুর কাদের কোরাইশী - প্রাক্তন জাতীয় সংসদ সদস্য।
- হেলাল হাফিজ - কবি ও সাংবাদিক
- কাহ্নপাদ - আদী যুগের কবি।
- মোসলেহউদ্দিন আহমেদ:বীর প্রতীক
- প্রদীপ রঞ্জন চক্রবর্তী -অবসর প্রাপ্ত সচিব ও বর্তমানে তিনি বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সনের দায়িত্ব পালন করছেন।
- হেলালুজ্জামান - বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
জনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান উপজেলা চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম।
সাংবাদিকদের নাম
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে আটপাড়া"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "এক নজরে আটপাড়া"। atpara.netrokona.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ১১ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২০।
- ↑ আরিয়ান, আরিয়ান হাসান অলি বাংগালী (০৯/০৫/১৯)। [https bd news.com "bd news com"]
|ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। bd news। সংগ্রহের তারিখ ০৯/০৫/১৯। এখানে তারিখের মান পরীক্ষা করুন:|তারিখ=, |সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |