আবদুল্লাহ ইবনে মুহাম্মদ আল-উমাউয়ি
আবদুল্লাহ ইবনে মুহাম্মদ (আরবিعبد الله بن محمد ; ১১ জানুয়ারি ৮৪৪ – ১৫ অক্টোবর ৯১২)[১] ছিলেন কর্ডোবা আমিরাতের সপ্তম আমির। ৮৮৮ থেকে ৯১২ সাল পর্যন্ত তিনি শাসন করেন।
আবদুল্লাহ ইবনে মুহাম্মদ عبد الله بن محمد | |
---|---|
কর্ডোবা আমিরাতের ৭ম আমির | |
রাজত্ব | ৮৮৮ থেকে ৯১২ |
পূর্বসূরি | আল মুনজির |
উত্তরসূরি | তৃতীয় আবদুর রহমান |
জন্ম | ১১ জানুয়ারি, ৮৪৪ কর্ডোবা |
মৃত্যু | ১৫ অক্টোবর, ৯১২ |
জীবনী
সম্পাদনাসমকালীন ইতিহাসবিদরা আবদুল্লাহকে তার ভাই আল মুনজিরের মৃত্যুর জন্য দায়ী করেন। তবে আবদুল্লাহ ক্ষমতার জন্য খুব কম আগ্রহ দেখিয়েছিলেন। ক্ষমতা পাওয়ার পর তিনি যাদেরকে হুমকি হিসেবে দেখতেন তাদের সরিয়ে দেননি। তার নিজের ভাইকে তার আদেশে মৃত্যুদন্ড দেয়া হয়েছিল। তিনি তার এক পুত্র আল মুতাররিফকে আদেশ দিয়েছিলেন তার ভাইকে হত্যার জন্য। পরবর্তীতে কয়েক বছর পর মুতাররিফকে বিশ্বাসঘাতকার অভিযোগে মৃত্যুদন্ড দেয়া হয়েছিল।[তথ্যসূত্র প্রয়োজন]
তার শাসনামলে আরব, বার্বার ও মুলাদিদের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। তার ক্ষমতা কর্ডোবায় সীমাবদ্ধ ছিল। বাকি অঞ্চলগুলো বিদ্রোহী পরিবারের অধীনে ছিল। তারা তার কর্তৃত্ব মেনে নেয়নি।
৯০১ সালে তিনি ইবনে হাফসুনের সাথে শান্তিচুক্তি করেন। তবে কয়েকবছর পর মৃত্যুর আবার যুদ্ধ শুরু হয়। আবদুল্লাহর মৃত্যুর পর তা থেমে যায়। তার এক ভাই তার উত্তরাধিকারী ঘোষিত পুত্রকে হত্যা করেন। পরে হত্যাকারীকে হত্যা করা হয় এবং আবদুল্লাহর মৃত পুত্রের পুত্র তৃতীয় আবদুর রহমান নামে তার উত্তরাধিকারী করেন।
পরিবার
সম্পাদনাআবদুল্লাহ ছিলেন প্রথম মুহাম্মদের ছেলে ও আল মুনজিরের ছোট ভাই।
আবদুল্লাহ ৮৬৩ সালের দিকে পাম্পলোনার রাজার মেয়ে অনেসা ফরটুনেজকে বিয়ে করেন। পরবর্তীতে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।[২]
আবদুল্লাহর কয়েকজন পুত্র ছিল,
- মুহাম্মদ ইবনে আবদুল্লাহ (৮৬৪-৩ ডিসেম্বর ৮৯৫)। বিবরণ অনুযায়ী তিনি অনেসার পুত্র। তার ভাই আল মুতাররিফ তাকে হত্যা করেন। তিনি মুজনা নামক একজন বাস্ক বা ফ্রাঙ্ক নারীকে বিয়ে করেন। তৃতীয় আবদুর রহমান তাদের সন্তান।[৩]
- আল মুতাররিফ, ৮৯১ সালে ষড়যন্ত্রের অভিযোগে মৃত্যুদন্ডপ্রাপ্ত হন।
- আবান
- আল আসি
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Lévi-Provençal 1953, পৃ. 18 and 21।
- ↑ Martínez Díez 2005, পৃ. 314।
- ↑ Martínez Díez 2005, পৃ. 315।
- Altamira, Rafael (১৯৯৯)। "Il califfato occidentale"। Storia del mondo medievale। II। পৃষ্ঠা 477–515।
- Lacarra y de Miguel, José María (১৯৪৫)। "Textos navarros del Códice de Roda" (পিডিএফ)। Estudios de la Edad Media de la Corona de Aragón (Spanish ভাষায়) (58-59)। Zaragoza। পৃষ্ঠা 193–284। আইএসএসএন 0032-8472। ওসিএলসি 500338136। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৪।
- Lévi-Provençal, Évariste (১৯৫৩)। "Du nouveau sur le royaume de Pampelune au IXe siècle"। Bulletin Hispanique (French ভাষায়)। 55 (1)। Université de Bordeaux। পৃষ্ঠা 5–22। আইএসএসএন 0007-4640।
- Martínez Díez, Gonzalo (২০০৫)। El Condado de Castilla (711-1038): la historia frente a la leyenda (Spanish ভাষায়)। Valladolid। আইএসবিএন 84-9718-275-8।
আবদুল্লাহ ইবনে মুহাম্মদ আল-উমাউয়ি বনু কুরাইশ এর ক্যাডেট শাখা
| ||
পূর্বসূরী আল মুনজির |
কর্ডোবার আমির ৮৮৮–৯১২ |
উত্তরসূরী তৃতীয় আবদুর রহমান |