ইসরায়েলি শেকেল বা নতুন শেকেল (হিব্রু ভাষায়: שֶׁקֶל חָדָשׁশেক়েল্ খ়াদাশ্; আরবি: شيقل جديد শেক়েল্ জাদিদ্; মুদ্রা প্রতীক: ; ব্যাংক কোড: ILS) হল ইসরায়েলের মুদ্রা। শেকেল -এর ভগ্নাংশ হল আগোরা যার মূল্যমান ₪১-র ১০০ ভাগের ১ভাগ।[]

ইসরায়েলি শেকেল
שקל חדש (হিব্রু)
شيقل جديد (আরবি)
আইএসও ৪২১৭
কোডILS
একক
উপ-ইউনিট
 ১/১০০আগোরা
বহুবচনশেকেলিম
 আগোরাআগোরোত্
প্রতীক
ব্যাংকনোট₪20, ₪50, ₪100, ₪200
কয়েন১০ আগরা, ₪½, ₪1, ₪2, ₪5, ₪10
বিবরণ
ব্যবহারকারী ইসরায়েল
 ফিলিস্তিনী জাতীয় কর্তৃপক্ষ [টীকা ১]
প্রচলন
কেন্দ্রীয় ব্যাংকব্যাংক অব ইসরায়েল
 উৎসbankisrael.gov.il
মূল্যনিরূপণ
মুদ্রাস্ফীতি-০.৭% (আগস্ট ২০১৬)
 উৎসব্যাংক অব ইসরায়েল, আগস্ট ২০১৬

ইসরায়েলি শেকেল-এর ব্যবহার ইসরায়েল ছাড়া, ওয়েস্ট ব্যাংকগাজা ভূখণ্ডতেও হয়।[][]

ধাতব মুদ্রা

সম্পাদনা
বর্তমানে প্রচারক ধাতব মুদ্রা
চিত্র মূল্য বিবরণ ইস্যুর তারিখ
ধাতু অভিমুখ বিপরীত
  10 আগোরা ৯২% তামা
৬% অ্যালুমিনিয়াম
২% নিকেল
মেনোরাহজাতীয় প্রতীক মূল্য, তারিখ, "ইসরায়েল" লেখা হিব্রু, আরবিইংরেজিতে ৪ সেপ্টেম্বর ১৯৮৫
  ₪½ বীণাজাতীয় প্রতীক
  ₪1 ৭৫% তামা
২৫% নিকেল
কমল, জাতীয় প্রতীক ৪ সেপ্টেম্বর ১৯৮৫
  ₪2 নিকেল/ইস্পাত প্রাচুর্যদায়ক ছাগশৃঙ্গ, জাতীয় প্রতীক ৯ ডিসেম্বর ২০০৭
  ₪5 ৭৫% তামা
২৫% নিকেল
লম্পট রাজধানী, জাতীয় প্রতীক ২ জানুয়ারী ১৯৯০
  ₪10 নিকেল/পিতল সাত পাতা এবং খেজুরের দুটি ঝুড়ি সঙ্গে করতল গাছ, জাতীয় প্রতীক ৭ ফেব্রুয়ারি ১৯৯৫
মনে রাখবেন যেঃ ইসরায়েলের মুদ্রায় সমস্ত তারিখগুলি হিব্রু বর্ষপঞ্জীতে দেওযা হয় এবং হিব্রু লিপিতে লিপিবদ্ধ হয়।

কাগুজে মুদ্রা

সম্পাদনা
বর্তমানে প্রচারক নোট
চিত্র মূল্য মাত্রা রং অভিমুখ বিপরীত ইস্যুর তারিখ
  ₪20 ৭১x ১৩৮ mm সবুজ মোশে শারেত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্বেচ্ছাসেবকরা; একটি উচ্চ রক্ষ, টাওয়ার এবং খুঁটির বেড়া জনবসতি স্মরণে ৩ জানুয়ারী ১৯৯৯
  ₪50 বেগুনি শমূয়েল ইওসেফ আগনোন শমূয়েলের খাতা, কলম ও চশ্মা। পটভূমিতে জেরুসালেমটেম্পল মাউন্ট ৩১ অক্টোবর ১৯৯৯
  ₪100 বাদামী ইতজাক বেন-জেভি পেকি'ইন শহরের সিনাগগ ৩ জানুয়ারী ১৯৯৯
  ₪200 লাল জালমান শাজার সাফাদ শহরে একটি রাস্তা ৩১ অক্টোবর ১৯৯৯
  ₪50 ১৩৬ x ৭১ mm সবুজ শাউল চের্নিচোভস্কি; লেবুজাতীয় গাছ এবং পটভূমিতে তার ফল লম্পট রাজধানী ১৬ সেপ্টেম্বর ২০১৪
  ₪200 ১৫০ x ৭১ mm নীল নাথান আল্টেরমান; পটভূমিতে শরতের পত্রকগুছ চাঁদনী উদ্ভিদকুল ২৩ ডিসেম্বর ২০১৫

বিনিময়ের হার

সম্পাদনা
ইসরায়েলি শেকেলের বর্তমান বিনিময় হার
গুগল ফাইন্যান্স থেকে: AUD BDT CAD CHF EUR GBP HKD JPY USD JOD RUB INR
ইয়াহু! ফাইন্যান্স থেকে: AUD BDT CAD CHF EUR GBP HKD JPY USD JOD RUB INR
এক্সই.কম থেকে: AUD BDT CAD CHF EUR GBP HKD JPY USD JOD RUB INR
ওএএনডিএ.কম থেকে: AUD BDT CAD CHF EUR GBP HKD JPY USD JOD RUB INR
এফএক্সটপ.কম থেকে: AUD BDT CAD CHF EUR GBP HKD JPY USD JOD RUB INR

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ১৯৯৪ সালের প্যারিস চুক্তির ৪র্থ খণ্ড অনুযায়ী ফিলিস্তিনী জাতীয় কর্তৃপক্ষকে অতিরিক্ত মুদ্রা অবলম্বন করার অনুমতি দেয়া হয়েছে। বর্তমানে ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি শেকেল-টি জর্ডানীয় দিনার-এর পাশাপাশি ব্যবহৃত, ও গাজা ভূখণ্ডে মিশরীয় পাউন্ড-এর পাশাপাশি ব্যবহৃত হয়।
  1. Linzmayer, Owen (২০১২)। "Israel"। The Banknote Book। San Francisco, CA: www.BanknoteNews.com। 
  2. Israelis can soon travel the world with shekels in their pockets Haaretz
  3. shekel begins trading on global markets ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ আগস্ট ২০১১ তারিখে Jerusalem Post