বাংলা: ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ১০০ মিটার-এ জয়ের পর উসাইন বোল্টের আনন্দ উদযাপনের ছবি। এই ১০০ মিটার জয়ের মাধ্যমে বোল্ট পূর্বের রেকর্ড ভেঙে নতুন রেকর্ডের সূচনা করেন।
বাংলা: ম্যালার্ড হাঁস (Anas platyrhynchos), আদিরূপের ‘বন্য হাঁস’, এবং সম্ভবত হাঁসের সকল প্রজাতির মধ্যে সবচেয়ে পরিচিত হাঁস। এ ধরনের হাঁস পুরো উষ্ণ ও নাতিশীতোষ্ণ অঞ্চল জুড়ে দেখা যায়। এর মধ্যে আছে উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া, নিউজিল্যান্ড (এখানে এটি সবচেয়ে বেশি দেখতে পাওয়া বন্য হাঁস), এবং অস্ট্রেলিয়া।
বাংলা: যুক্তরাষ্ট্রের কলোরাডোতে ২০০৭ সালের এয়ার ফোর্স একাডেমির স্নাতক ডিগ্রি অর্জন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর থান্ডারবার্ডসরা একটি বিমান কসরত প্রদর্শন করছে। এই অনুষ্ঠানে চার বছরের শিক্ষা শেষে ক্যাডেটদের নতুন সেকেন্ড লেফটেন্যান্ট পদে কমিশন দেওয়া হয়।
বাংলা: মঙ্গলগ্রহের কক্ষপথে অবস্থিত হাইরাইজ ক্যামেরা থেকে দৃশ্যমান মঙ্গল ভূখণ্ডে অবস্থিত গাঢ় রংয়ের পাকানো ট্রেইলের চিত্র। গবেষকরা নতুন তৈরি হওয়া এসব ট্রেইল মঙ্গলে এককালে সৃষ্টি হওয়া বাতাসের ঘূর্ণাবর্তের ফলাফল বলে মনে করছেন।