ক্রিস ড্রাম
ক্রিস্টোফার জেমস ড্রাম (ইংরেজি: Chris Drum; জন্ম: ১০ জুলাই, ১৯৭৪) অকল্যান্ড এলাকায় জন্মগ্রহণকারী সাবেক নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৯০-এর দশকের শেষদিকে সংক্ষিপ্ত সময়ের জন্যে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | ক্রিস্টোফার জেমস ড্রাম | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | অকল্যান্ড, নিউজিল্যান্ড | ১০ জুলাই ১৯৭৪|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | বোলার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ২১৫) | ১৫ মার্চ ২০০১ বনাম পাকিস্তান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ৩০ মার্চ ২০০২ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ১০৯) | ১৪ জানুয়ারি ১৯৯৯ বনাম ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ১৭ নভেম্বর ১৯৯৯ বনাম ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১ ডিসেম্বর ২০২০ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
পদকের তথ্য
|
ঘরোয়া প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে অকল্যান্ড দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন ক্রিস ড্রাম।
প্রথম-শ্রেণীর ক্রিকেট
সম্পাদনাঅকল্যান্ডভিত্তিক রসমিনি কলেজে অধ্যয়ন করেছেন তিনি। ১৯৯৬-৯৭ মৌসুম থেকে ২০০১-০২ মৌসুম পর্যন্ত ক্রিস ড্রামের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল।
১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত ঘরোয়া পর্যায়ে অকল্যান্ড দলের পক্ষে ধারাবাহিক ক্রীড়াশৈলী প্রদর্শন করেছেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে প্রতিযোগিতা প্লাঙ্কেট শীল্ডে ১৯৯ উইকেট ও সীমিত ওভারের ফোর্ড ট্রফি প্রতিযোগিতায় ৭৪ উইকেট লাভের মাধ্যমে খেলোয়াড়ী জীবনের সমাপ্তি টানেন।
১৯৯৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে নিউজিল্যান্ড দলের অন্যতম সদস্য ছিলেন। ঐ প্রতিযোগিতায় তার দল ব্রোঞ্জপদক লাভ করেছিল।
আন্তর্জাতিক ক্রিকেট
সম্পাদনাসমগ্র খেলোয়াড়ী জীবনে পাঁচটিমাত্র টেস্ট ও পাঁচটিমাত্র একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন ক্রিস ড্রাম। ১৫ মার্চ, ২০০১ তারিখে ক্রাইস্টচার্চে সফরকারী পাকিস্তান দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ৩০ মার্চ, ২০০২ তারিখে অকল্যান্ডে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
১৯৯৮-৯৯ মৌসুমে নিজ দেশে ভারতের বিপক্ষে ওডিআইয়ে প্রথম খেলেন। কিন্তু, সিরিজের তৃতীয় ওডিআইটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষিত হয়। জিওফ অ্যালট ও সাইমন ডৌলের আঘাতের কারণে তাকে দলে ফিরিয়ে আনা হয়। তবে, দলে স্থান পাকাপোক্ত করার জন্যে তাকে জিওফ অ্যালট, অ্যান্ড্রু পেন, শেন ও’কনর ও ড্যারিল টাফি’র সাথে বেশ প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে হয়।
১৪ জানুয়ারি, ১৯৯৯ তারিখে ভারতের বিপক্ষে ওডিআইয়ে অভিষেক ঘটে তার। শচীন তেন্ডুলকরকে বিদেয় করে নিজস্ব প্রথম ওডিআই উইকেটের সন্ধান পান।[১] ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপ ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে সংরক্ষিত খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।
টেস্ট অভিষেক
সম্পাদনামার্চ, ২০০১ সালে সফরকারী পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তার অভিষেক পর্ব সম্পন্ন হয়। জেড স্টেডিয়ামে অনুষ্ঠিত ঐ টেস্টে তৃতীয় নিউজিল্যান্ডীয় বোলার হিসেবে প্রথম বলেই উইকেট লাভের কৃতিত্বতা প্রদর্শন করেন। ইজাজ আহমেদকে আউট করেন তিনি।
এপ্রিল, ২০০২ সালে সর্বশেষ টেস্ট খেলায় অংশ নেন। তুলনামূলকভাবে কম বয়সেই ২৮ বছর বয়সে সকল স্তরের ক্রিকেট থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেন তিনি।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Chris Drum profile, espncricinfo.com; accessed 24 August 2014.
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে ক্রিস ড্রাম (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে ক্রিস ড্রাম (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)