চাটখিল পৌরসভা
চাটখিল পৌরসভা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি পৌরসভা।
চাটখিল | |
---|---|
পৌরসভা | |
চাটখিল পৌরসভা | |
বাংলাদেশে চাটখিল পৌরসভার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৩′৩৮″ উত্তর ৯০°৫৭′৪৮″ পূর্ব / ২৩.০৬০৫৬° উত্তর ৯০.৯৬৩৩৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | চাটখিল উপজেলা |
সরকার | |
• প্রশাসক | মিল্টন রায় |
আয়তন | |
• মোট | ১৪.৬০ বর্গকিমি (৫.৬৪ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩১,৩৯৫ |
• জনঘনত্ব | ২,২০০/বর্গকিমি (৫,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭০.১% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮৭০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাচাটখিল পৌরসভার আয়তন ১৪.৬০ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চাটখিল পৌরসভার জনসংখ্যা ৩১,৩৯৫ জন।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনাচাটখিল উপজেলার মধ্যাংশে চাটখিল পৌরসভার অবস্থান। নোয়াখালী জেলা সদর থেকে এ পৌরসভার দূরত্ব প্রায় ৩৮ কিলোমিটার। এ পৌরসভার উত্তরে বদলকোট ইউনিয়ন, পশ্চিমে পরকোট ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন, দক্ষিণে নোয়াখলা ইউনিয়ন এবং পূর্বে পাঁচগাঁও ইউনিয়ন ও মোহাম্মদপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাচাটখিল পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম চাটখিল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৮নং নির্বাচনী এলাকা নোয়াখালী-১ এর অংশ। এটি একটি 'ক' শ্রেণীর পৌরসভা। ওয়ার্ডভিত্তিক চাটখিল পৌরসভার এলাকাসমূহ হল:
ওয়ার্ড নং | অন্তর্ভুক্ত গ্রাম/মহল্লার নাম |
---|---|
১নং ওয়ার্ড | ফতেহপুর, মির্জাপুর, ত্রিঘরিয়া |
২নং ওয়ার্ড | সুন্দরপুর (আংশিক) |
৩নং ওয়ার্ড | ভীমপুর (আংশিক), সুন্দরপুর (আংশিক) |
৪নং ওয়ার্ড | ভীমপুর (আংশিক) |
৫নং ওয়ার্ড | দৌলতপুর, লাম চর |
৬নং ওয়ার্ড | চাটখিল, ধামালিয়া |
৭নং ওয়ার্ড | দশানী টগবা (আংশিক), গোবিন্দপুর (আংশিক) |
৮নং ওয়ার্ড | ছয়ানী টগবা (আংশিক) |
৯নং ওয়ার্ড | শাহ নিয়ামতপুর, ছয়ানী টগবা (আংশিক) |
প্রতিষ্ঠাকাল
সম্পাদনা১ জানুয়ারি, ১৯৯৫ সালে চাটখিল পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চাটখিল পৌরসভার স্বাক্ষরতার হার ৭০.১%।[১] এ পৌরসভায় ১টি কলেজ, ৫টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাকলেজ[২]
মাধ্যমিক বিদ্যালয়[৩]
- চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়
- চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- মির্জাপুর মুক্তিযোদ্ধা আবদুর রহিম পৌর উচ্চ বিদ্যালয়
- ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়
- ছয়ানী টবগা আজম বালিকা উচ্চ বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়[৪]
- পূর্ব ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- টবগা আজম বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়
- টবগা আজম বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দশানী টবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ত্রিঘরিয়া পূর্ব ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ভীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চাটখিল পি. জি. সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আম্বিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চাটখিল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনানোয়াখালী সদর উপজেলা থেকে চাটখিল পৌরসভায় জননী বাস সার্ভিস যোগে সহজেই যাতায়াত করা যায়।
অর্থনীতি
সম্পাদনাবৈদেশিক মুদ্রা আহরণে বাংলাদেশে ২য় (দ্বিতীয়), প্রবাসী (৮৯%), চাকুরীজীবি (৭%), কৃষক (৩%), অন্যান্য (১%)।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান পরিষদ[৫]
নাম | পদবি | নির্বাচিত এলাকা |
---|---|---|
ওমর ফারুক | কাউন্সিলর | ০১নং ওয়ার্ড |
মজিবুর রহমান নান্টু | কাউন্সিলর | ০২নং ওয়ার্ড |
মোঃ নজির | কাউন্সিলর | ০৩নং ওয়ার্ড |
মোহাম্মদ সোহেল | কাউন্সিলর | ০৪নং ওয়ার্ড |
সাজ্জাদ বিন ইউছুপ | কাউন্সিলর | ০৫নং ওয়ার্ড |
এ বি এম জসিম উদ্দিন | কাউন্সিলর | ০৬নং ওয়ার্ড |
সালেহ আহাম্মদ | কাউন্সিলর | ০৭নং ওয়ার্ড |
মোরশেদ | কাউন্সিলর | ০৮নং ওয়ার্ড |
মোঃ নওসাদুল করিম | কাউন্সিলর | ০৯নং ওয়ার্ড |
নুরে তাজ | সংরক্ষিত মহিলা কাউন্সিলর | ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড |
আনোয়ারা বেগম | সংরক্ষিত মহিলা কাউন্সিলর | ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড |
মিনু আক্তার | সংরক্ষিত মহিলা কাউন্সিলর | ০৭, ০৮ ও ০৯নং ওয়ার্ড |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "কলেজ, চাটখিল পৌরসভা"। banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "মাধ্যমিক বিদ্যালয়, চাটখিল পৌরসভা"। banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "প্রাথমিক বিদ্যালয়, চাটখিল পৌরসভা"। dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "বর্তমান পরিষদ, চাটখিল পৌরসভা" (পিডিএফ)। ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।