তজুমদ্দিন উপজেলা

ভোলা জেলার একটি উপজেলা
(তজমুদ্দিন উপজেলা থেকে পুনর্নির্দেশিত)

তজুমদ্দিন উপজেলা বাংলাদেশের ভোলা জেলার একটি প্রশাসনিক এলাকা।

তজুমদ্দিন
উপজেলা
মানচিত্রে তজুমদ্দিন উপজেলা
মানচিত্রে তজুমদ্দিন উপজেলা
স্থানাঙ্ক: ২২°২৫′০.১২″ উত্তর ৯০°৫০′৫৪.৯৬″ পূর্ব / ২২.৪১৬৭০০০° উত্তর ৯০.৮৪৮৬০০০° পূর্ব / 22.4167000; 90.8486000 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগবরিশাল বিভাগ
জেলাভোলা জেলা
আয়তন
 • মোট৫১২.৯২ বর্গকিমি (১৯৮.০৪ বর্গমাইল)
জনসংখ্যা []
 • মোট১,২৭,৪৬০
 • জনঘনত্ব২৫০/বর্গকিমি (৬৪০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
১০ ০৯ ৯১
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন

সম্পাদনা

এই উপজেলার উত্তরে দৌলতখান উপজেলা, দক্ষিণে মেঘনা নদী, লালমোহন উপজেলামনপুরা উপজেলা, পূর্বে মেঘনা নদীনোয়াখালী জেলার হাতিয়া উপজেলা, পশ্চিমে বোরহানউদ্দিন উপজেলা। এর আয়তন ৫১২.৯২ বর্গ কি.মি.।

প্রশাসনিক এলাকাসমূহ

সম্পাদনা

তজুমদ্দিন উপজেলায় বর্তমানে ৫টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম তজুমদ্দিন থানার আওতাধীন।

ইউনিয়নসমূহ:

ইতিহাস

সম্পাদনা

জনৈক তমিজউদ্দিন এর নামানুসারে তমিজউদ্দিন উপজেলার নামকরণ করা হয়। এ উপজেলার পূর্বে মেঘনা নদী, উত্তর ও পশ্চিমে বোরহানউদ্দিন উপজেলা এবং দক্ষিণে লালমোহন উপজেলা। ১৮৭২ সালের ১৫ই জানুয়ারীর জরীপে এটিকে দৌলতখাঁ থানার একটি আউটপোষ্ট হিসাবে উল্লেখ করা হয়েছে। ১৯২৮ সালের ২৮ শে আগস্ট তারিখ থেকে এই থানাটি একটি আলাদা থানার মর্যাদা পেয়ে আসছিল। মনপুরা এই থানার একটি ইউনিয়ন ছিল। নদীভাঙ্গনে এই থানা অতি সংকুচিত হয়ে আসছে। অপর দিকে যাতায়াত ও অন্যান্য কারণে মনপুরা আলাদা থানার স্বীকৃতি পাওয়ায় ইহার আয়তন আরও কমে যায়। ১৯৮৩ সালের ১৪ ই মার্চ তারিখে ভোলা জেলার দ্বিতীয় উপজেলা হিসেবে স্বীকৃতি পায়।[]

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী তজুমদ্দিন উপজেলার মোট জনসংখ্যা ১,২৬,৯৪০ জন। এর মধ্যে পুরুষ ৬৫,১৩৯ জন এবং মহিলা ৬১,৮০১ জন। মোট পরিবার ২৮,৭৩৪টি।[]

শিক্ষা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী তজুমদ্দিন উপজেলার সাক্ষরতার হার ৪২.৯%।[] এখানে ৩টি কলেজ, ৭টি মাধ্যমিক বিদ্যালয়, ১০৪টি প্রাথমিক বিদ্যালয়, ২টি কিন্ডারগার্টেন এবং ৭৭টি মাদ্রাসা আছে।

অর্থনীতি

সম্পাদনা

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

এছাড়াও এখানে আছেঃ

  • মসজিদ - ১৫৬টি,
  • মন্দির - ৩০টি,
  • মঠ - ৫টি,
  • লাইব্রেরী - ১টি,
  • ক্লাব - ১০টি,
  • সিনেমা হল - ২টি,
  • খেলার মাঠ - ৭টি,
  • এতিমখানা - ৯টি,
  • ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র - ১টি,
  • সমবায় সমিতি - ৩০১টি,
  • মহিলা সংগঠন - ৬২ টি।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে তজুমদ্দিন উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৭ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৫ 
  2. "তমিজুদ্দীন উপজেলার পটভূমি"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, তমিজুদ্দীন উপজেলা। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২২ 
  3. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা