প্রান্তিক (কাব্যগ্রন্থ)

প্রান্তিক হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ।[][] এটি ১৯৩৮ সালে প্রকাশিত হয়।[][] এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার "অন্ত্যপর্ব"-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।[] এতে সর্বমোট ১৮টি কবিতা রয়েছে।[]

প্রান্তিক
লেখকরবীন্দ্রনাথ ঠাকুর
দেশভারত
ভাষাবাংলা
ধরনকবিতা
প্রকাশিত১৯৩৮
প্রান্তিক-রবীন্দ্রনাথ ঠাকুর

এতে ১৮টি কবিতা রয়েছে। কবিতাগুলি হল:

  1. বিশ্বের আলোকলুপ্ত তিমিরের অন্তরালে এল
  2. ওরে চিরভিক্ষু, তোর আজন্মকালের ভিক্ষাঝুলি
  3. এ জন্মের সাথে লগ্ন স্বপ্নের জটিল সূত্র যবে
  4. সত্য মোর অবলিপ্ত সংসারের বিচিত্র প্রলেপে
  5. পশ্চাতের নিত্যসহচর, অকৃতার্থ হে অতীত
  6. মুক্তি এই—সহজে ফিরিয়া আসা সহজের মাঝে
  7. এ কী অকৃতজ্ঞতার বৈরাগ্য প্রলাপ ক্ষণে ক্ষণে
  8. রঙ্গমঞ্চে একে একে নিবে গেল যবে দীপশিখা
  9. দেখিলাম অবসন্ন চেতনার গোধূলিবেলায়
  10. মৃত্যুদূত এসেছিল হে প্রলয়ংকর, অকস্মাৎ
  11. কলরবমুখরিত খ্যাতির প্রাঙ্গণে যে আসন
  12. শেষের অবগাহন সাঙ্গ করো, কবি, প্রদোষের
  13. একদা পরমমূল্য জন্মক্ষণ দিয়েছে তোমায়
  14. যাবার সময় হোলো বিহঙ্গের। এখনি কুলায়
  15. অবরুদ্ধ ছিল বায়ু; দৈত্য সম পুঞ্জ মেঘভার
  16. পথিক দেখেছি আমি পুরাণে কীর্তিত কত দেশ
  17. যেদিন চৈতন্য মোর মুক্তি পেল লুপ্তিগুহা হতে
  18. নাগিনীরা চারি দিকে ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Foundation, Poetry (২০২০-০৭-৩১)। "Rabindranath Tagore"Poetry Foundation (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-৩১ 
  2. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, ড. দুলাল চক্রবর্তী, জুলাই - ২০০৭, বাণী বিতান।
  3. প্রান্তিক – রবীন্দ্র রচনাবলী

বহিঃসংযোগ

সম্পাদনা