ফিরোজ মিনার
ফিরোজ মিনার (ফিরুজ মিনার নামেও পরিচিত) (ইংরেজি: Tower Of Firoz/Firuz) ভারতের পশ্চিমবঙ্গের গৌড়ে অবস্থিত একটি পাঁচতলা বিশিষ্ট মিনার[১], যেটি হাবশি বংশের সুলতান সাইফউদ্দিন ফিরোজ শাহ ১৪৮৫ থেকে ১৪৮৯ সালের মধ্যে নির্মাণ করেছিলেন।[১] এটি তুঘলকি স্থাপত্যশৈলীতে নির্মিত হয়েছিল। যদিও প্রথম তিনটি তলা বহুভুজবিশিষ্ট, চূড়ান্ত দুটি তলা বৃত্তাকারে তৈরি।Yes
ফিরোজ মিনার | |
---|---|
ধরন | মিনার |
ব্যুৎপত্তি | সাইফউদ্দিন ফিরোজ শাহে'র নামে নামকরণ করা হয়েছে |
অবস্থান | গৌড়, পশ্চিমবঙ্গ, ভারত |
নিকটবর্তী শহর | ইংরেজ বাজার |
স্থানাঙ্ক | ২৪°৫২′২৫″ উত্তর ৮৮°০৭′৫০″ পূর্ব / ২৪.৮৭৩৭° উত্তর ৮৮.১৩০৫° পূর্ব |
উচ্চতা | ২৬ মিটার (৮৫ ফু) |
নির্মিত | ১৪৮৯ |
পরিচালকবর্গ | ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ |
অবস্থান
সম্পাদনাফিরোজ মিনার দাখিল দরওয়াজা থেকে ১ কি.মি. দূরে গৌড় শহরে অবস্থিত। গৌড় ইংরেজ বাজার থেকে ১ কি.মি. (৯.৯ মাইল) দূরত্বে অবস্থিত এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলায় অবস্থিত।[২]
ইতিহাস
সম্পাদনামিনারটি হাবশি রাজবংশের সুলতান সাইফউদ্দিন ফিরোজ শাহ নির্মাণ করেছিলেন। মিনারটির নির্মাণ কাজ ১৪৮৫ সালে শুরু হয়ে ১৪৮৯ সালে শেষ হয়েছিল।[২] কথিত রয়েছে, মিনারটি পীর আশা মন্দির এবং চিরাগ[১] দানি নামে পরিচিত।[৩] মিনারটি ফিরোজ শাহে'র যুদ্ধক্ষেত্রে বিজয়ের কথা স্মরণ করায়।[৪] প্রথা অনুসারে, মিনারের উচ্চতা সম্পর্কে সন্তুষ্ট না হওয়ায় ফিরোজ শাহ শীর্ষস্থল থেকে প্রধান স্থপতিকে ফেলে দিয়েছিলেন, কেননা তিনি চেয়েছিলেন যে মিনারটি দীর্ঘতর হোক।[৫]
স্থাপত্য
সম্পাদনামিনারটি দিল্লির কুতুব মিনারের সাথে সাদৃশ্যপূর্ণ।[২] ফিরোজ মিনার পাঁচতলা কাঠামোবিশিষ্ট।[১] প্রথম তিনটি তলা বহুভুজবিশিষ্ট এবং পরের দুটি তলা বৃত্তাকার আকারের।[৬] মিনারটি ২৬ মিটার (৮৫ ফুট) উচু এবং এর পরিধি ১৯ মিটার (৬২ ফুট)।[২] একটি সর্পিল ৭৩ ধাপের সিঁড়ি মিনারটির শীর্ষে নিয়ে যায়।[১][৩] যদিও এটির উপরের তলায় একটি গম্বুজ ছিল[১], তবে পুনরুদ্ধারের কাজের কারণে একটি সমতল ছাদ দ্বারা এটি প্রতিস্থাপিত হয়েছে।[৪]
মিনারটি তুঘলকি স্থাপত্যে নির্মিত এবং এর দেয়ালে টেরাকোটার কাজ রয়েছে। মিনারটি একটি স্তম্ভমূলের গাথনের উপরে স্থাপিত হয়েছে।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ চ ছ "ফিরুজ মিনার"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ ক খ গ ঘ "Places to visit"। ২৪ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৯।
- ↑ ক খ Safvi, Rana (২ মার্চ ২০১৯)। "Once upon a fort: Gaur's Firoz Minar is still an imposing sight"। The Hindu। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৯।
- ↑ ক খ "Firoz Minar"। Archaeological Survey of India। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৯।
- ↑ "ইতিহাসের দেশে ২ / দাখিল দরওয়াজা, ফিরোজ মিনার, বাইশগজী দেওয়াল"। খবর অনলাইন। ২৪ মে ২০১৮। ২৪ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৯।
- ↑ Z. A. Desai (১৯৭০)। Indo-Islamic architecture। Publications Division Ministry of Information & Broadcasting। আইএসবিএন 9788123024066।