রবীন্দ্রনাথ মুর্মু

সাঁওতালি লেখক

রবীন্দ্রনাথ মুর্মু হলেন ভারতের ঝাড়খণ্ডের একজন সাঁওতালি লেখক। তিনি ২০১২ সালে সাঁওতালি অনুবাদের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।

রবীন্দ্রনাথ মুর্মু
জন্ম১৯৬৭/৬৮[]
জাতীয়তাভারতীয়
পেশাসাহিত্যিক
আত্মীয়তালা টুডু (বোন)

রবীন্দ্রনাথ মুর্মু তালা টুডুর ভাই।[] তিনি টাটা স্টিলে কাজ করতেন।[] রবীন্দ্রনাথ মুর্মু মহাশ্বেতা দেবীর উপন্যাস ইটের উপর ইট সাঁওতালি ভাষায় ইটা চেতান ইটা শিরোনামে অনুবাদ করেন। বইটির জন্য তিনি ২০১২ সালে সাঁওতালি অনুবাদের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।[] এছাড়া, তিনি আচার্য চতুর সিং রচিত হিন্দি গ্রন্থ সাচ্চাই কি কারামতশরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস বড়দিদি সাঁওতালি ভাষায় অনুবাদ করেছেন।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Award boost for tribal translation - Rabindranath Murmu bags Sahitya Akademi honour in Chennai"The Telegraph। ২৫ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৯ 
  2. "Found in translation, a debut feat"The Telegraph। ২২ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৯ 
  3. "Tribal translation gets Akademi pat - Santhali writer Rabindranath Murmu renders Bengali novel in own tongue"The Telegraph। ২২ ডিসেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৯ 
  4. "AKADEMI TRANSLATION PRIZES (1989-2018)"Sahitya Akademi। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯