সমাজতান্ত্রিক দল (ভারত), ২০১১
সমাজতান্ত্রিক দল (ভারত) (মে, ২০১১ সালে প্রতিষ্ঠিত) ভারতের একটি বামপন্থী রাজনৈতিক দল।
সমাজতান্ত্রিক দল (ভারত) | |
---|---|
সংক্ষেপে | SP(I) |
সভাপতি | Thampan Thomas |
প্রতিষ্ঠা | ২৮ মে ২০১১ |
সদর দপ্তর | Lohiya Mazdoor Bhawan, H. No. 41/557, Dr. Tufel Ahmed Marg, Narhi, Lucknow, Uttar Pradesh[১] |
যুব শাখা | Socialist Yuvjan Sabha |
শ্রমিক শাখা | Socialist Mazdoor Sabha |
কৃষক শাখা | Socialist Kisan Sabha |
ভাবাদর্শ | Democratic socialism |
রাজনৈতিক অবস্থান | Left-wing |
স্বীকৃতি | Registered - Unrecognized |
ওয়েবসাইট | |
spi | |
ভারতের রাজনীতি রাজনৈতিক দল নির্বাচন |
ইতিহাস
সম্পাদনা২০১১ সালে, বেশ কয়েকটি সমাজতান্ত্রিক দল এবং ব্যক্তি সমাজতান্ত্রিক দল (ভারত) গঠন করে, যা ১৯৪৮ সালে গঠিত সমাজতান্ত্রিক পার্টির উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যেতে চায়। ২৮ মে ২০১১ তারিখে অধ্যাপক কেশব রাও যাদবের সভাপতিত্বে ভিত্তি সম্মেলনে মিঃ পান্নালাল সুরানা কর্তৃক গৃহীত একটি প্রস্তাবের মাধ্যমে দলটি গঠিত হয়েছিল।
এখনকার অবস্থা
সম্পাদনা২০২১ সালের ২৮-৩০ সেপ্টেম্বর গুজরাটের ওয়ার্ধায় অনুষ্ঠিত পার্টি জাতীয় সম্মেলন কেরালার প্রাক্তন এমপি অ্যাডভ থাম্পান থমাসকে সভাপতি এবং ইউপির ড. সন্দীপ পান্ডেকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Election Symbol"।
- ↑ ലേഖകൻ, മാധ്യമം (সেপ্টেম্বর ২৬, ২০২১)। "തമ്പാൻ തോമസ് സോഷ്യലിസ്റ്റ് പാർട്ടി (ഇന്ത്യ) ദേശീയാധ്യക്ഷൻ; ഡോ. സന്ദീപ് പാണ്ഡെ ജന. സെക്ര. | Madhyamam"। www.madhyamam.com।