১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১

১০ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২২২তম (অধিবর্ষে ২২৩তম) দিন। বছর শেষ হতে আরো ১৪৩ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

সম্পাদনা

মৃত্যু

সম্পাদনা
  • ৮৪৭ - আল আবু জাফর হারুন ইবনে মুহাম্মদ আল মুতাসিম, তিনি ছিলেন আব্বাসীয় খলিফা।
  • ১৭২৩ - গুইলাউমে ডুবইস, তিনি ছিলেন ফরাসি অঙ্কবাচক ও রাজনীতিবিদ।
  • ১৭৫৯ - ষষ্ঠ ফেরডিনান্ড, তিনি ছিলেন স্পেনের রাজা।
  • ১৯১৫ - আণবিক সংখ্যার তত্ত্ব ,এক্সরে বর্ণালীতে মোসলে সূত্রের প্রবক্তা, হেনরি মোসলে, ইংরেজ পদার্থবিদ।(জ.২৩/১১/১৮৮৭)
  • ১৯৬৬ - আলবার্ট উক্সিপ, তিনি ছিলেন এস্তোনিয়ান অভিনেতা, উদ্ভিদবিজ্ঞানী ও অনুবাদক।
  • ১৯৭৫ - বার্ট ওল্ডফিল্ড, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার।
  • ১৯৮০ - ইয়াহিয়া খান, পাকিস্তানের রাষ্ট্রপতি ও সামরিক শাসক ছিলেন।
  • ২০০২ - ক্রিস্টেন নিগার্ড, তিনি ছিলেন নরওয়েজিয়ান কম্পিউটার বিজ্ঞানী ও রাজনীতিবিদ।
  • ২০০৮ - আইজাক হায়েজ, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার, পিয়ানোবাদক, প্রযোজক ও অভিনেতা।
  • ২০২১ - মাকি কাজি। অঙ্কের খেলা সুডোকুকে জনপ্রিয় করে তোলা এই মানুষটি পরিচিত ‘সুডোকুর গডফাদার’।

ছুটি ও অন্যান্য

সম্পাদনা
  • বিমান বাহিনী দিবস। (আর্জেন্টিনা)
  • আন্তর্জাতিক জৈব-জ্বালানি দিবস

তথ্যসূত্র

সম্পাদনা
  1. নিউজ, সময়। "৭ আগস্ট: আজকের এই দিনে যা ঘটেছিল | লাইফস্টাইল"Somoy News। সংগ্রহের তারিখ ২০২২-১২-৩০ 

বহিঃসংযোগ

সম্পাদনা