কে এম সোবহান
অবয়ব
কে এম সোবহান | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ৩১ ডিসেম্বর ২০০৭ | (বয়স ৮৩)
সমাধি | মিরপুর, ঢাকা, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | বিচারপতি |
কে এম সোবহান (জন্ম: ২৫ জুলাই ১৯২৪ - মৃত্যু: ৩১ ডিসেম্বর ২০০৭)[১] ছিলেন একজন বাংলাদেশী বিচারপতি, কূটনীতিক ও সক্রিয় কর্মী। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ছিলেন। [১] তিনি জার্মানি ও চেকোস্লোভাকিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেছিলেন। [১]
কর্মজীবন
[সম্পাদনা]কে এম সোবহান ১৯৭১ এর বিচারক হিসাবে নিযুক্ত হন। [১] তার দুই ছেলে কাজী আদনান সোবহান এবং কাজী রেহমান সোবহান এবং এক মেয়ে রোমানা নাহিদ সোবহান।[১] ৩১ ডিসেম্বর ২০০৭ সালে প্রাতঃভ্রমনের সময় রমনা পার্কে অসুস্থ হয়ে পড়েন এবং বারডেম জেনারেল হাসপাতালে হার্ট অ্যাটাকে মারা যান। [২] তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। [৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ ঙ "Justice KM Sobhan buried"। bdnews24.com। ৩ জানুয়ারি ২০০৮। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "KM Sobhan passes away"। The Daily Star। ১ জানুয়ারি ২০০৮। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "Justice KM Sobhan laid to rest"। The Daily Star। ৪ জানুয়ারি ২০০৮। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৬।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |