বিষয়বস্তুতে চলুন

বর্ষাবন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Mayeenul Islam (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:০১, ৭ জুন ২০১০ তারিখে সম্পাদিত হয়েছিল (edit)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

বর্ষাবন (ইংরেজি: Rain Forest) হলো এমন জঙ্গল যেখানে ঘাস, লতা-পাতা, বৃক্ষাদি অধিক পরিমাণে গজায়, এবং তুলনামূলক তাপমাত্রা বেশি থাকার দরুণ বছরের প্রায় পুরোটা জুড়েই বৃষ্টিপাত হয়। বর্ষাবন হলো সারা পৃথিবীব্যাপী সবচেয়ে সমৃদ্ধ এবং বহুধাবিভক্ত প্রাকৃত পরিবেশের এবং প্রাণীবৈচিত্র্যের আগার।

বর্ষাবনের বৈশিষ্ট্যসমূহ

ক্রান্তীয় অঞ্চলের বর্ষাবন সাধারণত ক্রান্তীয় আর্দ্রবন পর্যায়ে পড়ে, যার অনেক রকম বিভাজন আছে। বন গবেষকগণ বর্ষাবনকে অন্যান্য বন থেকে আলাদা করেন কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে, যেমন: তাপমাত্রা, বৃষ্টিপাত, শুকনো মৌসুমের ব্যাপ্তি, এবং উচ্চতা।

তাপমাত্রা

বর্ষাবন সাধারণত উষ্ণ এবং আর্দ্র- বার্ষিক গড় তাপমাত্রা হলো ২৫° সেলসিয়াস (৭৭° ফারেনহাইট)। বিষুবরেখার কাছাকাছি তাপমাত্রায় কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয়, তবে বর্ষাবনে তাপমাত্রা বছরের প্রায় সব সময়ই প্রায় একই রকম থাকে- গড় সর্বনিম্ন মাসিক তাপমাত্রা হলো আরামদায়ক ১৮° সেলসিয়াস (৬৪° ফারেনহাইট)। যেখানকার তাপমাত্রা ০° সেলসিয়াসের (৩২° ফারেনহাইট) কাছাকাছি চলে আসে সেখানে সাধারণত বর্ষাবন গড়ে উঠে না কারণ বর্ষাবনের উদ্ভিদ ও জীবপ্রজাতি এতো কম তাপমাত্রা সহ্য করতে পারে না। বর্ষাবনের তাপমাত্রা বিষুবরেখা থেকে এর দূরত্বের ভিত্তিতে শুধু নির্ধারিত হয় না, বরং উচ্চতার উপরও নির্ভর করে। যত উচ্চতা বেশি হয়, রাতের তাপমাত্রা আনুপাতিক হারে তত কমতে থাকে। দৈনিক তাপমাত্রার এরকম উঠা-নামা জঙ্গলের প্রাকৃতিক পরিবেশকে প্রভাবিত করে। আর তাই সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,২৮০ ফুট (১,০০০ মিটার) উচ্চতার উর্ধ্বে বর্ষাবন দেখা যায় না।

বৃষ্টিপাত

ভূমির গঠন

বর্ষাবনের গঠন

উদ্ভিদ ও জীববৈচিত্র্য

অর্থনৈতিক মূল্য

বনউজাড়

বর্ষাবন সংরক্ষণ

তথ্যসূত্র