প্রথম মুরাদ
অবয়ব
প্রথম মুরাদ | |
---|---|
উসমানীয় সাম্রাজ্যের শাহেনশাহ | |
রাজত্ব | ১৩৬১ – ১৩৮৯ |
পূর্বসূরি | উসমানীয় সাম্রাজ্যের শাহেনশাহ প্রথম ওরহান |
উত্তরসূরি | উসমানীয় সাম্রাজ্যের শাহেনশাহ প্রথম বায়েজীদ |
দাম্পত্য সঙ্গী | Gülçiçek Hatun Maria Thamara Hatun Pasha Melek Hatun Fulane Hatun |
পিতা | প্রথম ওরহান |
মাতা | নীলুফার খাতুন (Nilufer Khātun) |
স্বাক্ষর |
প্রথম মুরাদ (উসমানীয় তুর্কি ভাষায়: مراد اول) ছিলেন উসমানীয় সাম্রাজ্যের তৃতীয় সুলতান, যিনি ১৩৬১ সাল থেকে ১৩৮৯ সালে মৃত্যুর আগ পর্যন্ত উসমানীয় সাম্রাজ্য শাসন করেন। তিনি ছিলেন উসমানীয় সাম্রাজ্যের শাহেনশাহ প্রথম ওরহান এবং নীলুফার খাতুনের জৈষ্ঠ্য সন্তান। তিনি ১৩৮৯ সালে মোরাভীয় সার্বিয়ার শাসক, রাজকুমার লাজারের বিরুদ্ধে কসোভো পোলহে(Kosovo Polje) নামক স্থানে যুদ্ধকালীন Miloš Obilić নামের এক ব্যাক্তির হাতে নিহত হন। সুলতান মুরাদের মৃত্যুর পর, তাঁর পুত্র, বায়েজীদ ইবনে মুরাদ উসমানীয় সাম্রাজ্যের সুলতান হন।