বিষয়বস্তুতে চলুন

পিকোমিটার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুদ্রণযোগ্য সংস্করণটি আর সমর্থিত নয় এবং এতে রেন্ডারিং ত্রুটি থাকতে পারে। দয়া করে আপনার ব্রাউজারের বুকমার্কগুলি হালনাগাদ করুন এবং এর পরিবর্তে দয়া করে ব্রাউজারের মুদ্রণ করার ফাংশনটি ব্যবহার করুন।
একটি হিলিয়াম পরমাণুর সরলীকৃত চিত্র, এর প্রক্কলিত (গণনাকৃত) ব্যাসার্ধ = ৩১ পিকোমিটার []

পিকোমিটার (ইংরেজি: picometre, প্রতীক pm) মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্যের এক ধরনের একক, যা ১ মিটারের লক্ষ কোটি ভাগের ১ ভাগ (১ pm = ১ / ১,০০০,০০০,০০০,০০০ মিটার)। এই পরিমাপ বর্তমানে SI একক পদ্ধতিতে চালু আছে। এইটি ১×১০−১২ মিটার হিসেবে বৈজ্ঞানিক স্বরলিপিতে লেখা যায়, অথবা পূর্তবিদ্যা স্বরলিপিতে ১ E−12 মিটার— উভয় অর্থ হচ্ছে ১ মিটার / ১,০০০,০০০,০০০,০০০।

তথ্যসূত্র

  1. "Atomic radius"WebElements: the periodic table on the web