বিষয়বস্তুতে চলুন

বামনডাঙ্গা ইউনিয়ন, নাগেশ্বরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুদ্রণযোগ্য সংস্করণটি আর সমর্থিত নয় এবং এতে রেন্ডারিং ত্রুটি থাকতে পারে। দয়া করে আপনার ব্রাউজারের বুকমার্কগুলি হালনাগাদ করুন এবং এর পরিবর্তে দয়া করে ব্রাউজারের মুদ্রণ করার ফাংশনটি ব্যবহার করুন।
বামনডাঙ্গা ইউনিয়
ইউনিয়ন
৩নং বামনডাঙ্গা ইউনিয় পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলানাগেশ্বরী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠা২৭-০৫-২০১১ইং
আয়তন
 • মোট০৯.৫২ বর্গকিমি (৩.৬৮ বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

৩নং বামনডাঙ্গা ইউনিয় বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।[]

ইতিহাস

অবস্থান

বামনডাঙ্গা ইউনিয়নটি নাগেশ্বরী উপজেলার পূর্ব উত্তর কোনে প্রায় ৪ কি.মি. দূরে অবস্থিত । বামনডাঙ্গা ইউনিয়নের পূর্বে কেদার, পশ্চিমে নাগেশ্বরী পৌরসভা, উত্তরে রায়গন্জ, দক্ষিণে বেরুবাড়ী ।[]

সাধারণ তথ্য

  • মৌজা-৬টি, যথা- বামনডাঙ্গা, লুছনী, চরলুছনী, কুটিরচর, মালিয়ানী ও তেলিয়ানী ।
  • গ্রাম-২৪টি। যথা-বড়মানী, নামাহাল্যা, ধনিটারী, সরকার পাড়া, কবিরাজ পাড়া, সেনপাড়া, অন্তাইর পাড়, পাটেশ্বরী, মমিনগন্জ, পানাতিটারী, মিয়াপাড়া, সর্দারটারী, গলাদিগলী, কুটিবামনডাঙ্গা, লুছনী, চরলুছণী, কুটিরচর, সিটমালিয়ানী, মালিয়ানী, তেলিয়ানী, তেলিয়ানীর কুটি, কুড়ার পাড় , আনছার হাট, তেলিয়ানীর পাড়।
  • কমিউনিটি ক্লিনিক = ৩ টি
  • হাট বাজার -২টি। যথা-আনন্দ বাজার ও বড়মানী বাজার
  • এনজিও-৫টি
  • হাফেজী মাদ্রসা ১টি
  • কবরস্থান-১টিি
  • ঈদগাহ-৯টি
  • ক্রীড়া সংগঠন-১টি
  • সাংস্কৃতিক সংগঠন-১টি।
  • মসজিদ = ৪২ টি
  • মন্দির = ০১ টি।[]

যোগাযোগ ব্যবস্থা

কুড়িগ্রাম জেলার, নাগেশ্বরী উপজেলা বাসষ্ট্যান্ট হইতে সোজা পূর্ব-উত্তর কোনে ওয়াবদা বাজার যাওয়ার পথে হাতের বামে সুদৃর্শ্যমান এই ইউনিয়ন পরিষদ ভবনটি আপনার চোখে পড়বে ।[]

নদ-নদী

এই ইউনিয়নে একটি মাত্র নদী তার নাম দুধকুমার নদী[]

দর্শনীয়

আরও দেখুন

তথ্যসূত্র

  1. উপজেলা, নাগেশ্বরী (২৭-৭-২০২১)। "নাগেশ্বরী উপজেলা"নাগেশ্বরী উপজেলা। ২৭ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭-৭-২০২১  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. ইউনিয়ন, বামনডাঙ্গা (২৮ জুলাই, ২০২১)। "বামনডাঙ্গা ইউনিয়ন"বামনডাঙ্গা ইউনিয়ন। ২৭ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই, ২০২১  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)