ঐ নিতম
ঐ নিতম (মিচিং: Oi: Nitom) অসমের মিচিং জনগোষ্ঠীর পরম্পরাগত গান। ঐনিতমের অৰ্থ 'প্ৰিয়জনের গীত'। এই শ্ৰেণীর গান মিচিংদের এক প্ৰমুখ লোকগীত শৈলী হিসাবে বিবেচিত হয়েছে। ঐনিতমসমূহে সাধারণত প্ৰেমের ভাব প্ৰতিস্ফুট হয়ে ওঠে।
নামের অৰ্থ
[সম্পাদনা]মিচিং ভাষায় ঐনিতম শব্দের অৰ্থ 'প্ৰিয় জনের গীত'। [১]
মিচিং সমাজে
[সম্পাদনা]মিচিংদের অনেক শ্ৰেণীর লোকগীত আছে, যেমন আবাং, কাবাং, বিরিগ, লুপো, ঐনিতম ইত্যাদি।[২] মিচিং লোকদের অন্যান্য লোকগীতের তুলনায় পরে, ঐনিতম অধিক জনপ্ৰিয়তা লাভ করতে সক্ষম হয়েছে।[৩] মিচিং লোকগীতকে ভাগ করার অন্য এক বিধি হল এমন - ধাৰ্মিক আবাং, ঐনিতম, কাবান, ক-নি-নাম ও মমান।[৪] ঐনিতম প্ৰেমের গীত, কাবান দুখের গীত, ক-নি-নাম নিচুকণি গীত ইত্যাদি।
অতীতে কাবান গীতে জনপ্ৰিয়তা পরিলক্ষিত হত, পরে বৰ্তমানে সেই স্থান ঐনিতম দখল করেছে।
মিচিংগণ আলি আঃয়ে লৃগাঙের মত পৰ্বত ঐনিতমের সুরে নৃত্য করে।[৫]
চারিত্ৰিক দিক
[সম্পাদনা]ঐনিতমকে প্ৰেমের গানন বলা যায়। প্ৰকৃতিসম্বন্ধীয় লিখনশৈলী ও চৈত্ৰিক চিহ্ন ব্যবহারে ঐনিতম বিহুর সাথে সাদৃশ্য প্ৰকট করে।
ঐনিতমের এক উদাহরণ,[৬]
লঙে মিক্সি দিনামদেম
আপঙেপে তি:লাংকা
য়ুমে মিক্সি দেনামদেম
কেরাচিনপে রম্লাংকা
তথ্য সূত্ৰ
[সম্পাদনা]- ↑ Page No. 67
- ↑ Padun, Nahendra। Mising Loko Geet। পৃষ্ঠা 47।
- ↑ "Info" (PDF)। shodhganga.inflibnet.ac.in।
- ↑ Kuli। Folk Literature of the Mishing। পৃষ্ঠা 87।
- ↑ "Census data" (PDF)। censusindia.gov.in। ২০১১।
- ↑ Dutta, Birendranath। Mising Folk Song। পৃষ্ঠা 148।