বিষয়বস্তুতে চলুন

ওপেনস্ট্রিটম্যাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ওপেনস্ট্রীটম্যাপ থেকে পুনর্নির্দেশিত)
ওপেনস্ট্রিটম্যাপ
ওপেনস্ট্রিটম্যাপের লোগো
ওপেনস্ট্রিটম্যাপের প্রধান পাতা
সাইটের প্রকার
সহযোগীতার মাধ্যমে মানচিত্র তৈরিকরণ
উপলব্ধ৯৬টি ভাষা ও ভাষার রূপভেদ
মালিকওপেনস্ট্রিটম্যাপ সম্প্রদায়। প্রকল্প ওপেনস্ট্রিটম্যাপ ফাউন্ডেশন পরিচালিত।
প্রস্তুতকারকস্টিভ কোস্ট
ওয়েবসাইটopenstreetmap.org
অ্যালেক্সা অবস্থান৬,৬৩৪ (অক্টোবর ২০১৯-এর হিসাব অনুযায়ী)[]
বাণিজ্যিকনা
নিবন্ধনঅবদান রাখতে প্রয়োজন, ব্যবহার করতে প্রয়োজন নেই
ব্যবহারকারী৭৪,৫০,০০০[]
চালুর তারিখ৯ আগস্ট ২০০৪; ২০ বছর আগে (2004-08-09)[]
বর্তমান অবস্থাসক্রিয় (বিস্তারিত)
বিষয়বস্তুর লাইসেন্স
ওপেন ডেটাবেস লাইসেন্স

ওপেনস্ট্রিটম্যাপ (ওএসএম) হল মুক্ত লাইসেন্সে বিশ্বের সম্পাদনাযোগ্য মানচিত্র তৈরির একটি প্রকল্প। যুক্তরাজ্যে স্টিভ কস্ট ২০০৪ সালে প্রকল্পটি শুরু করেন। ইন্টারনেটের মাধ্যমে অবদানকারীদের অবদানে ওপেনস্ট্রিটম্যাপ সমৃদ্ধ হচ্ছে। মানচিত্রটির উপাত্ত ওপেন ডেটাবেস লাইসেন্সে প্রকাশিত। প্রকল্পটি ইংল্যান্ডওয়েলস-এ নিবন্ধিত একটি অলাভজনক সংস্থা ওপেনস্ট্রীটম্যাপ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হয়।

ইতিহাস

[সম্পাদনা]
২০০৯ সালে ওএসএম-এর প্রতিষ্ঠাতা, স্টিভ কোস্ট

২০০৪ সালে স্টিভ কোস্ট এই মানচিত্রটি তৈরি করেন। শুরুতে লক্ষ্য ছিল শুধু মাত্র যুক্তরাজ্যকে এর আওতায় নিয়ে আসা। এরপর নানাভাবে মানচিত্রটিকে সমৃদ্ধ করার চেষ্টা করা হলেও তা নানান কারণে করা সম্ভব হয়নি।[]

২০০৬ সালের এপ্রিলে, ওপেনস্ট্রিটম্যাপ ফাউন্ডেশন তৈরি করা হয় যাতে সবাই খুব সহজেই এটিকে সমৃদ্ধ করতে পারে, এবং এর মধ্যে থাকা তথ্যগুলো ব্যবহার করতে পারে। ২০০৬ সালের ডিসেম্বরে, ইয়াহু ঘোষণা দেয়, ইয়াহুর এরিয়াল ফোটোগ্রাফিকে সরাসরি ওপেনস্ট্রিটম্যাপে ব্যবহার করা যাবে।[]

২০০৭ সালের এপ্রিলে, অটোমোটিভ নেভিগেশন ডাটা (এএনডি) নেদারল্যান্ডের পুরো রাস্তা, ভারত ও চায়নার প্রধানমহাসড়কের তথ্য ওপেনস্ট্রিটম্যাপকে দান করে।[] ২০০৭ সালের জুলাই মাসে প্রথম ওএসএমের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে ৯০০০ ব্যবহারকারী, গুগল, ইয়াহু ও মাল্টিম্যাপের মতো প্রতিষ্ঠান উপস্থিত ছিল। ২০০৭ সালের অক্টোবর মাসে, যুক্তরাষ্টের পুরো রাস্তার মানচিত্র ওএসএমে আপলোড করা হয়।[] ২০০৭ সালের ডিসেম্বরে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রথম তাদের ওয়েবসাইটে ওএসএম ব্যবহার করে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "openstreetmap.org Competitive Analysis, Marketing Mix and Traffic"Alexa (ইংরেজি ভাষায়)। ১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৯ 
  2. "OpenStreetMap Statistics"OpenStreetMap। OpenStreetMap Foundation। সংগ্রহের তারিখ ৩ ফেব্রু ২০২১ 
  3. "History of OpenStreetMap"OpenStreetMap wiki। ২০ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টে ২০১৯ 
  4. Coast, Steve। "Changest #1 on OpenStreetMap"OpenStreetMap (ইংরেজি ভাষায়)। ১৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৯, ২০১৮ 
  5. Coast, Steve (৪ ডিসেম্বর ২০০৬)। "Yahoo! aerial imagery in OSM"OpenGeoData। ২০ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১১ 
  6. Coast, Steve (৪ জুলাই ২০০৭)। "AND donate entire Netherlands to OpenStreetMap"OpenGeoData। ২৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১১ 
  7. Willis, Nathan (১১ অক্টোবর ২০০৭)। "OpenStreetMap project imports US government maps"Linux.com। ১১ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১১