কোল ভাষা (বাংলাদেশ)
অবয়ব
কোল | |
---|---|
হর | |
দেশোদ্ভব | বাংলাদেশ |
মাতৃভাষী | 1,660 (২০১২)[১]
|
অস্ট্রো-এশীয়
| |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-৩ | ekl |
কোল বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর কথ্য একটি মুণ্ডা ভাষা । কিম (২০১০) [২] কোল এবং কোড়াকে মুণ্ডারি গুচ্ছ ভাষা হিসেবে বিবেচনা করেছে। কোলভাষী গ্রামগুলোর একটি হলো বাংলাদেশের রাজশাহী বিভাগের বাবুদাইং, এবং কোড়াভাষী গ্রামের মধ্যে কুন্দং এবং কৃষ্ণপুর গ্রাম।