বিষয়বস্তুতে চলুন

ফিরোজ মিনার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ফিরুজ মিনার থেকে পুনর্নির্দেশিত)
ফিরোজ মিনার
ধরনমিনার
ব্যুৎপত্তিসাইফউদ্দিন ফিরোজ শাহে'র নামে নামকরণ করা হয়েছে
অবস্থানগৌড়, পশ্চিমবঙ্গ, ভারত
নিকটবর্তী শহরইংরেজ বাজার
স্থানাঙ্ক২৪°৫২′২৫″ উত্তর ৮৮°০৭′৫০″ পূর্ব / ২৪.৮৭৩৭° উত্তর ৮৮.১৩০৫° পূর্ব / 24.8737; 88.1305
উচ্চতা২৬ মিটার (৮৫ ফু)
নির্মিত১৪৮৯
পরিচালকবর্গভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ

ফিরোজ মিনার (ফিরুজ মিনার নামেও পরিচিত) (ইংরেজি: Tower Of Firoz/Firuz) ভারতের পশ্চিমবঙ্গের গৌড়ে অবস্থিত একটি পাঁচতলা বিশিষ্ট মিনার[], যেটি হাবশি বংশের সুলতান সাইফউদ্দিন ফিরোজ শাহ ১৪৮৫ থেকে ১৪৮৯ সালের মধ্যে নির্মাণ করেছিলেন।[] এটি তুঘলকি স্থাপত্যশৈলীতে নির্মিত হয়েছিল। যদিও প্রথম তিনটি তলা বহুভুজবিশিষ্ট, চূড়ান্ত দুটি তলা বৃত্তাকারে তৈরি।Yes

অবস্থান

[সম্পাদনা]

ফিরোজ মিনার দাখিল দরওয়াজা থেকে ১ কি.মি. দূরে গৌড় শহরে অবস্থিত। গৌড় ইংরেজ বাজার থেকে ১ কি.মি. (৯.৯ মাইল) দূরত্বে অবস্থিত এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলায় অবস্থিত।[]

ইতিহাস

[সম্পাদনা]

মিনারটি হাবশি রাজবংশের সুলতান সাইফউদ্দিন ফিরোজ শাহ নির্মাণ করেছিলেন। মিনারটির নির্মাণ কাজ ১৪৮৫ সালে শুরু হয়ে ১৪৮৯ সালে শেষ হয়েছিল।[] কথিত রয়েছে, মিনারটি পীর আশা মন্দির এবং চিরাগ[] দানি নামে পরিচিত।[] মিনারটি ফিরোজ শাহে'র যুদ্ধক্ষেত্রে বিজয়ের কথা স্মরণ করায়।[] প্রথা অনুসারে, মিনারের উচ্চতা সম্পর্কে সন্তুষ্ট না হওয়ায় ফিরোজ শাহ শীর্ষস্থল থেকে প্রধান স্থপতিকে ফেলে দিয়েছিলেন, কেননা তিনি চেয়েছিলেন যে মিনারটি দীর্ঘতর হোক।[]

স্থাপত্য

[সম্পাদনা]

মিনারটি দিল্লির কুতুব মিনারের সাথে সাদৃশ্যপূর্ণ।[] ফিরোজ মিনার পাঁচতলা কাঠামোবিশিষ্ট।[] প্রথম তিনটি তলা বহুভুজবিশিষ্ট এবং পরের দুটি তলা বৃত্তাকার আকারের।[] মিনারটি ২৬ মিটার (৮৫ ফুট) উচু এবং এর পরিধি ১৯ মিটার (৬২ ফুট)।[] একটি সর্পিল ৭৩ ধাপের সিঁড়ি মিনারটির শীর্ষে নিয়ে যায়।[][] যদিও এটির উপরের তলায় একটি গম্বুজ ছিল[], তবে পুনরুদ্ধারের কাজের কারণে একটি সমতল ছাদ দ্বারা এটি প্রতিস্থাপিত হয়েছে।[]

মিনারটি তুঘলকি স্থাপত্যে নির্মিত এবং এর দেয়ালে টেরাকোটার কাজ রয়েছে। মিনারটি একটি স্তম্ভমূলের গাথনের উপরে স্থাপিত হয়েছে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ফিরুজ মিনার"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৫ 
  2. "Places to visit"। ২৪ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৯ 
  3. Safvi, Rana (২ মার্চ ২০১৯)। "Once upon a fort: Gaur's Firoz Minar is still an imposing sight"। The Hindu। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৯ 
  4. "Firoz Minar"। Archaeological Survey of India। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৯ 
  5. "ইতিহাসের দেশে ২ / দাখিল দরওয়াজা, ফিরোজ মিনার, বাইশগজী দেওয়াল"। খবর অনলাইন। ২৪ মে ২০১৮। ২৪ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৯ 
  6. Z. A. Desai (১৯৭০)। Indo-Islamic architecture। Publications Division Ministry of Information & Broadcasting। আইএসবিএন 9788123024066