২০১৪ ফিফা বিশ্বকাপ গ্রুপ নির্বাচন
২০১৪ ফিফা বিশ্বকাপের ড্র ২০১৩ সালের ৬ ডিসেম্বর কোস্তা দো সাউইপে রিসর্ট, মাতা দি সাঁও জোয়াঁও, বাইয়া, ব্রাজিলে অনুষ্ঠিত হয়,[১] স্থানীয় সময় ১৩:০০ টায় (ইউটিসি −৩)।[২] এই অনুষ্ঠান প্রতিযোগিতার অংশগ্রহণকারী ৩২ দলের গ্রুপ নির্ধারণ করে। এই দলসমূহকে ফিফা পূর্বেই ভৌগোলিক অবস্থান বিবেচনা করে ৪টি পাত্রে ভাগ করে।
সিডিং
[সম্পাদনা]২০১৩ সালের অক্টোবর মাসে ফিফা বিশ্ব র্যাঙ্কিং অনুসারে সিডিং করা হয়।[৩] যদিও নভেম্বর মাসের র্যাঙ্কিং ঐ সময় উপলব্ধ ছিল, কিন্তুর সেটির ব্যবহার নির্দিষ্ট কিছু দল যেমন বাছাইপর্বের জন্য অতিরিক্ত প্লে-অফ খেলা দলকে সুবিধা দিতে পারত বলে তা ব্যবহার করা হয়নি। [৪] ব্রাজিল সেরা ৮ দলে না থাকলেও ফিফার বিশ্বকাপ নীতি অনুযায়ী, আয়োজক হওয়ায় প্রথম ৮ দলের পাত্রে স্থান পায়।[৫] ফিফা র্যাঙ্কিং এর সেরা ৭ দল প্রথম পাত্রের বাকি ৭ স্থান পূরণ করে।
দল | ফিফা র্যাঙ্কিং অক্টোবর ২০১৩ |
---|---|
ব্রাজিল (আয়োজক) | ১১ |
স্পেন | ১ |
জার্মানি | ২ |
আর্জেন্টিনা | ৩ |
কলম্বিয়া | ৪ |
বেলজিয়াম | ৫ |
উরুগুয়ে | ৬ |
সুইজারল্যান্ড | ৭ |
নেদারল্যান্ডস | ৮ |
ইতালি | ৯ |
ইংল্যান্ড | ১০ |
চিলি | ১২ |
মার্কিন যুক্তরাষ্ট্র | ১৩ |
পর্তুগাল | ১৪ |
গ্রিস | ১৫ |
বসনিয়া ও হার্জেগোভিনা | ১৬ |
কোত দিভোয়ার | ১৭ |
ক্রোয়েশিয়া | ১৮ |
রাশিয়া | ১৯ |
ফ্রান্স | ২১ |
ইকুয়েডর | ২২ |
ঘানা | ২৩ |
মেক্সিকো | ২৪ |
কোস্টা রিকা | ৩১ |
আলজেরিয়া | ৩২ |
নাইজেরিয়া | ৩৩ |
হন্ডুরাস | ৩৪ |
জাপান | ৪৪ |
ইরান | ৪৯ |
দক্ষিণ কোরিয়া | ৫৬ |
অস্ট্রেলিয়া | ৫৭ |
ক্যামেরুন | ৫৯ |
ড্র
[সম্পাদনা]ফাইনাল ড্রয়ের জন্য ৩২টি দলকে ভৌগোলিক অবস্থান এবং র্যাঙ্কিং অনুসারে ৪টি পাত্রে বিভক্ত করা হয়। ২০১৩ সালের অক্টোবর মাসে ঘোষণা করা হয় যে ব্রাজিল সহ ৮টি দলকে প্রথম পাত্রে নির্বাচিত করা হয়েছে।[৫] ৩ ডিসেম্বর টুর্নামেন্ট সাংগঠনিক কমিটির বৈঠকের পর বাকি তিন পাত্রের দলের নাম ঘোষণা করা হয়:[৬]
১ম পাত্র (সিড) | ২য় পাত্র (আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা) | ৩য় পাত্র (এশিয়া এবং উত্তর আমেরিকা) | ৪র্থ পাত্র (ইউরোপ) |
---|---|---|---|
ব্রাজিল (আয়োজক) |
আলজেরিয়া |
অস্ট্রেলিয়া |
বসনিয়া ও হার্জেগোভিনা |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Key issues addressed at Brasilia meeting"। FIFA। ২৮ জুন ২০১২। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৩।
- ↑ "2014 football World Cup draw to be known December 6"। IBN Live। ২০ মার্চ ২০১৩। ২২ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৩।
- ↑ "FIFA sets 2014 seeding parameters"। ESPN। ৪ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৩।
- ↑ "World Cup 2014: England will not be seeded in Brazil next summer"। BBC Sport। ১৭ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৩।
- ↑ ক খ "Pot 1 seeds set for Brazil 2014 draws"। FIFA। ১৭ অক্টোবর ২০১৩। ২৩ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৩।
- ↑ "Draw procedures approved"। FIFA। ৩ ডিসেম্বর ২০১৩। ৮ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৩।