বিষয়বস্তুতে চলুন

ইউরোপীয় রাসায়নিক এজেন্সি

স্থানাঙ্ক: ৬০°০৯′২৯″ উত্তর ২৪°৫৫′৫৭″ পূর্ব / ৬০.১৫৮১° উত্তর ২৪.৯৩২৫° পূর্ব / 60.1581; 24.9325
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ECHA InfoCard থেকে পুনর্নির্দেশিত)
ইউরোপীয় রাসায়নিক এজেন্সি

হেলসিঙ্কিতে সদর দপ্তর
সংস্থার রূপরেখা
গঠিত১ জুন ২০০৭ (2007-06-01)
ধরনইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থা
সদর দপ্তরহেলসিঙ্কি, ফিনল্যান্ড
৬০°০৯′২৯″ উত্তর ২৪°৫৫′৫৭″ পূর্ব / ৬০.১৫৮১° উত্তর ২৪.৯৩২৫° পূর্ব / 60.1581; 24.9325
কর্মী৬০০
সংস্থা নির্বাহী
  • শায় ও'ম্যালি, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক
মূল নথি
ওয়েবসাইটecha.europa.eu উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
ইউরোপীয় রাসায়নিক এজেন্সি (ইউরোপীয় ইউনিয়ন)

ইউরোপীয় রাসায়নিক সংস্থা (ইসিএইচএ) হলো ইউরোপীয় ইউনিয়নের একটি সংস্থা যারা ইউরোপীয় ইউনিয়ন প্রবিধানে রাসায়নিক নিবন্ধন, মূল্যায়ন, অনুমোদন এবং সীমাবদ্ধকরণ (রিচ) নিয়ম বাস্তবায়নের কারিগরি ও প্রশাসনিক দিকগুলি পরিচালনা করে। ইউরোপীয় ইউনিয়নের রাসায়নিক সংক্রান্ত আইন বাস্তবায়নে কর্তৃপক্ষগুলোর মধ্যকার চালিকাশক্তি হচ্ছে ইসিএইচএইসিএইচএ নিশ্চিত করে যে কোম্পানিগুলো আইন মেনে চলছে, রাসায়নিকের নিরাপদ ব্যবহার এগিয়ে চলছে, রাসায়নিক সম্পর্কে তথ্য সরবরাহ করা হচ্ছে এবং উদ্বেগজনক রাসায়নিকগুলোর সমাধান করা হচ্ছে। এটি ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে অবস্থিত। এটি ইউরোপীয় কমিশনের কোনো সহায়ক সত্তা নয়।[]

সংস্থাটি ২০০৭ সালের ১ জুন কার্যক্রম শুরু করে। সংস্থাটির বর্তমান ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হলেন শায় ও'ম্যালি।[]

প্রতিষ্ঠা

[সম্পাদনা]

ইউরোপীয় রাসায়নিক সংস্থা (ইসিএইচএ) ২০০৬ সালের ১৮ ডিসেম্বর তারিখের ইউরোপীয় ইউনিয়ন প্রবিধান দ্বারা তৈরি করা হয়। এর উদ্দেশ্য রাসায়নিক পদার্থ উৎপাদন ও ব্যবহার নিয়ন্ত্রণের জন্য তখনকার নতুন আইন পরিচালনা করা।[] [] ইউরোপীয় কোর্ট অফ অডিটর্সের পরবর্তী একটি নিরীক্ষার মতে এর উদ্দেশ্য হলো:

মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের উচ্চ স্তরের সুরক্ষা নিশ্চিত করা, পদার্থের ঝুঁকি মূল্যায়নের বিকল্প পদ্ধতির প্রচার সহ অভ্যন্তরীণ বাজারে পদার্থের মুক্ত চলাচল এবং প্রতিযোগিতামূলকতা এবং উদ্ভাবন বৃদ্ধি নিশ্চিত করা।

রাসায়নিক আইন এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং এর অন্তর্নিহিত বৈজ্ঞানিক ভিত্তিকে সকল স্বার্থী পক্ষ এবং জনসাধারণের কাছে বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা।

রিচ বিধিমালা এবং এর বাস্তবায়ন সম্পর্কিত যোগাযোগ সমন্বয় করা।

ব্রাসেলস থেকে বদলি হয়ে আসা ৪০ জন কর্মচারীর একটি প্রাথমিক দল ২০০৭ সালের ১ জুন হেলসিঙ্কিতে সংস্থাটি স্থাপন করা শুরু করে। রিচ (রাসায়নিক পদার্থ নিবন্ধন, মূল্যায়ন, অনুমোদন এবং সীমাবদ্ধতা)-এর সাথে সম্পর্কিত কাজের জন্য পৃথক রাসায়নিক পদার্থের তথ্য সংরক্ষণ করতে কম্পিউটার সিস্টেমের ব্যাপক ব্যবহারের প্রয়োজন হবে বলে বোঝা গিয়েছিলো, যার বেশিরভাগই রাসায়নিক উৎপাদনকারী কোম্পানিগুলো সরবরাহ করেছে।[][]

পদার্থ তথ্যপত্র

[সম্পাদনা]

ইউরোপীয় রাসায়নিক সংস্থা (ইসিএইচএ) তাদের ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধিত রাসায়নিক পদার্থ সম্পর্কিত সমস্ত তথ্যের একটি সার্বজনীন সারাংশ সরবরাহ করে। তথ্যগুলো পদার্থের বিপদ, ব্যবহার এবং উৎপাদন বা আমদানির পরিমাণ বর্ণনা করে।[] ২৪৫,০০০ এরও বেশি রাসায়নিক পদার্থের তথ্য এখানে পাওয়া যায়, যদিও বেশিরভাগেরই পূর্ণ দলিল নেই। কারণ এগুলোর বার্ষিক ব্যবহার এক টন পরিমাণের নিচে। অনলাইন ব্যবস্থায় পদার্থ খুঁজতে ক্যাস নিবন্ধন নম্বর বা ইউরোপীয় সম্প্রদায় নম্বর ব্যবহার করা হয়। অন্যান্য সম্ভাব্য অনুসন্ধান শর্তের মধ্যে রয়েছে আন্তর্জাতিক মালিকানাবিহীন নাম (ফার্মাসিউটিকাল ওষুধের জন্য), আইএসও সাধারণ নাম (কৃষি রাসায়নিকের জন্য) বা আইইউপিএসি নাম।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Führ, Martin; Schenten, Julian (২০২০)। "Industrial Chemicals in the Regulatory Laboratory: Self-responsibility and Inclusive Governance"। Research Handbook on EU Environmental Law। পৃষ্ঠা 344–363। আইএসবিএন 9781788970679এসটুসিআইডি 225777363ডিওআই:10.4337/9781788970679.00033 
  2. "Organisation"echa.europa.eu (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মে ২০২২ 
  3. Führ, Martin; Schenten, Julian (২০২০)। "Industrial Chemicals in the Regulatory Laboratory: Self-responsibility and Inclusive Governance"। Research Handbook on EU Environmental Law। পৃষ্ঠা 344–363। আইএসবিএন 9781788970679এসটুসিআইডি 225777363ডিওআই:10.4337/9781788970679.00033 
  4. Rettman, Andrew (৩১ মে ২০০৭)। "EU's REACH chemicals law begins life in Helsinki"। Brussels: EUobserver.com। 
  5. Rettman, Andrew (৩১ মে ২০০৭)। "EU's REACH chemicals law begins life in Helsinki"। Brussels: EUobserver.com। 
  6. European Court of Auditors (২০১২)। Management of conflict of interest in selected EU Agencies.Special Report No 15, 2012 (পিডিএফ)। Publications Office। আইএসবিএন 9789292378769ডিওআই:10.2865/21104। ২৫ নভেম্বর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  7. Clark, James H.; Hunt, Andrew; Topi, Corrado; Paggiola, Giulia; Sherwood, James (১০ মে ২০১৭)। Sustainable Solvents: Perspectives from Research, Business and International Policy। পৃষ্ঠা 37। আইএসবিএন 9781782624035 
  8. "Substance Infocards" (পিডিএফ)echa.europa.eu। সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৯ মে ২০২২ 

আরও দেখুন

[সম্পাদনা]

আরও পড়ুন

[সম্পাদনা]
  • বার্গক্যাম্প, লুকাস, সম্পাদক (অক্টোবর ২০১৩)। দ্য ইউরোপিয়ান ইউনিয়ন রিচ রেগুলেশন ফর কেমিক্যালস: ল অ্যাণ্ড প্র্যাকটিশ। পৃষ্ঠা ১–৪৩০। আইএসবিএন 9780199659791 

বহিঃসংযোগ

[সম্পাদনা]