বিষয়বস্তুতে চলুন

আদর্শ তাপমাত্রা ও চাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Standard temperature and pressure থেকে পুনর্নির্দেশিত)
বায়ুমন্ডল, তাপমাত্রা এবং চাপের আন্তর্জাতিক মান এর প্রোফাইল

আদর্শ তাপমাত্রা ও চাপ আগে স্বাভাবিক তাপমাত্রা ও চাপ হিসাবে পরিচিত ছিল। যেসব ভৌত রাশিসমূহের মান তাপমাত্রা ও চাপের পরিবর্তনের সাথে সাথে ওঠা-নামা করে তাদের পরিমাপের জন্যে ব্যবহৃত আদর্শ শর্তাদিকেই আদর্শ তাপমাত্রা ও চাপ বলা হয়। গ্যাসসমূহের বৈশিষ্টাবলী তুলনা করার সময় এই শর্তাদি ব্যবহৃত হয়। শর্তগুলি হলো: ২৭৩. ১৫ কেলভিন (বা ০ ডিগ্রী সেন্টিগ্রেড এবং ১০১৩২৫ প্যাসকেল (বা ৭৬০ মিলিমিটার পারদ) চাপ

অথবা সমুদ্রপৃষ্ঠে ৪৫° অক্ষাংশে এবং ০ °C উষ্ণতায় ৭৬ সে.মি পারদ বা ১০১৩২৫ pa চাপ প্রয়োগ করে তাকে প্রমাণ চাপ বা এক বায়ুমণ্ডলীয় চাপ বলে । জানা উচিত:[1atm=76 cm(Hg)=760mm(Hg)=101.325kPa=101325Pa=760torr=1bar]

যে সকল গ্যাস চার্লস এবং বয়েল এর সূত্র যুগ্মভাবে মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলা হয় কিন্তু প্রকৃতিতে এই গ্যাস পাওয়া যায়না । উচ্চ তাপমাত্রা ও নিন্ম চাপে সকল গ্যাস আদর্শ গ্যাস এর মত আচরণ করে।।

সেমি (cm) থেকে Pa তে রূপান্তর: প্রয়োজনীয় সূত্র: চাপ P = hpg এখানে, h(উচ্চতা) = 72 cm = 0.72 m ,p(পারদের ঘনত্ব) = 13596 kg m^-3 ,g(অভিকর্ষজ ত্বরণ) = 9.8 m s^-2

P = 0.72 X 13596 X 9.৪ = 95933.376 Pa

সংজ্ঞা

[সম্পাদনা]

রসায়নে, আইইউপিএসি ১৯৮২ সালে তার আদর্শ তাপমাত্রা এবং চাপের সংজ্ঞা পরিবর্তন করে। [][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. A. D. McNaught and A. Wilkinson (১৯৯৭)। Nič, Miloslav; Jirát, Jiří; Košata, Bedřich; Jenkins, Aubrey; McNaught, Alan, সম্পাদকগণ। IUPAC. Compendium of Chemical Terminology (পিডিএফ) (2nd সংস্করণ)। Oxford: Blackwell Scientific Publications। পৃষ্ঠা 54। আইএসবিএন 0-632-03583-8ডিওআই:10.1351/goldbookStandard conditions for gases: ... and pressure of 105 pascals. The previous standard absolute pressure of 1 atm (equivalent to 101.325 kPa) was changed to 100 kPa in 1982. IUPAC recommends that the former pressure should be discontinued. 
  2. A. D. McNaught and A. Wilkinson (১৯৯৭)। "standard pressure"। IUPAC. Compendium of Chemical Terminology (2nd সংস্করণ)। Oxford: Blackwell Scientific Publications। আইএসবিএন 978-0-9678550-9-7ডিওআই:10.1351/goldbook.S05921  অজানা প্যারামিটার |entry-url= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)