অশোক কুমার সরকার
অশোক কুমার সরকার (৭ অক্টোবর ১৯১২ — ১৭ ফেব্রুয়ারি ১৯৮৩) একজন বাঙালি সাংবাদিক ও সম্পাদক।
অশোক কুমার সরকার | |
---|---|
জন্ম | ৭ অক্টোবর ১৯১২ |
মৃত্যু | ১৭ ফেব্রুয়ারি ১৯৮৩ কলকাতা |
পেশা | সাংবাদিক ও সম্পাদক |
ভাষা | বাংলা |
জাতীয়তা | ভারতীয় |
নাগরিকত্ব | ভারতীয় |
শিক্ষা প্রতিষ্ঠান | স্কটিশ চার্চ কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয় |
জীবনী
সম্পাদনাপ্রফুল্ল কুমার সরকার ও নির্ঝরিনী সরকারের পুত্র অশোক সরকার কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক পাশ করেন। ১৯৫৭ সালে তিনি দেশ পত্রিকা সম্পাদক ও আনন্দবাজা পত্রিকা গোষ্ঠীর প্রধান হন। পিতার মৃত্যুর পর আনন্দবাজার পত্রিকার প্রধান সম্পাদকের দায়িত্ব নেন তিনি। ১৯৬৮-৮৩ এই দীর্ঘ সময় সম্পাদনার কাজে যুক্ত ছিলেন। আনন্দবাজার পত্রিকা ছাপার কাজে অশোক কুমার সরকার প্রথম অফসেট প্রিন্টিং ব্যবস্থা চালু করেছিলেন। ১৯৮৩ সালে কলকাতা বইমেলা চলাকালীন মেলার ভেতরে ভাষণ দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার জ্যেষ্ঠপুত্র অভীক সরকার আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর প্রধান হন ১৯৮৩ খ্রিস্টাব্দের ১৭ ই ফেব্রুয়ারি। ২০১৬ খ্রিস্টাব্দের তিনি ২৩শে জুন সম্পাদকের পদ ছেড়ে দিয়ে 'এডিটর ইমেরিটাস'হন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "'আনন্দবাজার'–এ পালাবদল"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১১।
- ↑ desk, kolkata24x7 online (২০১৬-০৬-২২)। "নয় দশকের ঐতিহ্যের ব্যাটন অভীক থেকে অরূপের হাতে"। Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper (ইংরেজি ভাষায়)। ২০২০-০৪-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১১।