কোরঁতাঁ তোলিসো

ফরাসি ফুটবল খেলোয়াড

কোরঁতাঁ তোলিসো (জন্ম: ৩ আগস্ট ১৯৯৪) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবলার, যিনি জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

কোরঁতাঁ তোলিসো
২০১৫ সালে কোরঁতাঁ তোলিসো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম কোরঁতাঁ তোলিসো
জন্ম (1994-08-03) ৩ আগস্ট ১৯৯৪ (বয়স ৩০)
জন্ম স্থান তারারে, ফ্রান্স
উচ্চতা ১.৮১ মিটার (৫ ফুট ১১+ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বায়ার্ন মিউনিখ
জার্সি নম্বর ২৪
যুব পর্যায়
২০০০–২০০৪ স্তাদ আমপ্লেপুসিয়েন
২০০৪–২০০৭ এফসি পেস দে লা'ব্রেসলে
২০০৭–২০১৩ লিয়োন
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১২–২০১৪ লিয়োন বি ৩০ (১)
২০১৩–২০১৭ লিয়োন ১১৬ (২১)
২০১৭– বায়ার্ন মিউনিখ ২৬ (৬)
জাতীয় দল
২০১২ ফ্রান্স অনূর্ধ্ব-১৯ (০)
২০১৩–২০১৪ ফ্রান্স অনূর্ধ্ব-২০ (০)
২০১৪–২০১৬ ফ্রান্স অনূর্ধ্ব-২১ ১৯ (৬)
২০১৭– ফ্রান্স (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২ মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

তোলিসো লিয়োন হতে ফুটবল খেলার শিক্ষা সম্পন্ন করেন। তিনি ২০১৩ সালে ক্লাবটির হয়ে খেলার মাধ্যমে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন এবং তিনি ক্লাবটির হয়ে সর্বমোট ১৬০টি ম্যাচে খেলেছেন এবং ২৯টি গোল করেছেন। তিনি ২০১৭ সালে, ৪১.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যোগদান করেন, এটি একটি জার্মান ক্লাবের জন্য স্থানান্তর রেকর্ড।

২০১৭ সালে, ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। এরপূর্বে তিনি ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে খেলেছেন।

ক্যারিয়ার পরিসংখ্যান

সম্পাদনা

আন্তর্জাতিক

সম্পাদনা
২৭ মার্চ ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[]
জাতীয় দল এবং সাল অনুযায়ী উপস্থিতি এবং গোলসংখ্যা
জাতীয় দল সাল উপস্থিতি গোল
ফ্রান্স ২০১৭
২০১৮
মোট

সম্মাননা

সম্পাদনা
বায়ার্ন মিউনিখ

ব্যক্তিগত

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Corentin Tolisso – national football team player"। EU-Football.info। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা