পশ্চিমবঙ্গের নদনদীর তালিকা
পশ্চিমবঙ্গের বেশির ভাগ নদ-নদী উত্তরে হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে অথবা পশ্চিমের ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে সৃষ্টি হয়ে এই রাজ্যের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিকে বয়ে গিয়েছে।হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে সৃষ্ট নদ-নদীগুলি বরফ গলা জলে পুষ্ট বলে সারা বছর জল থাকে।পশ্চিমের মালভূমি অঞ্চলে সৃষ্ট নদ-নদীগুলি বর্ষার জলে পুষ্ট বলে বর্ষাকাল ছাড়া বছরের অন্য সময় বিশেষ করে ফাল্গুন-চৈত্র মাসে জল খুব কমে যায় অথবা একদমই জল থাকেনা। পশ্চিমবঙ্গের ভূমিরূপের অবস্থান অনুযায়ী গঙ্গা, ইছামতি, রূপনারায়ণ ইত্যাদি নদ-নদীগুলোত জোয়ার-ভাটা খেলে অর্থাৎ জোয়ারের সময় বঙ্গোপসাগরের লবণাক্ত জল হলেও সারা বছর জলের জোগান থাকে। অন্যদিকে রাঢ় অঞ্চলের কংসাবতীর মতো নদীগুলোর অবস্থান উঁচু থাকায় জোয়ারের জল ঢোকেনা। ফলে সম্বৎসর বর্ষা ভালো হলে জল থাকে, আর না-হলে নদীবক্ষ শুকিয়ে যায়।
এই বৈচিত্র্যের ওপর ভিত্তি করে পশ্চিমবঙ্গের নদ-নদীকে চার ভাগে ভাগ করা যায় -
পশ্চিমবঙ্গের নদ-নদীর মধ্যে উল্লেখযোগ্য হল -
উত্তরবঙ্গের নদ-নদী
সম্পাদনা- তালমা নদী
- তিস্তা নদী
- জলঢাকা নদী
- ডাহুক নদী
- ডুডুয়া নদী
- সংকোশ নদী
- রায়ডাক নদী
- তোর্সা নদী
- ফুলহার নদ
- ধরলা নদী
- রাম্মাম নদী
- সিরিখোলা নদী (শ্রীখোলা)
- লোধমা নদী
- রিয়াং নদী
- ছোট রঙ্গীত নদী
- রঙ্গীত নদী
- বড়ো রঙ্গীত নদী
- পম্পা নদী
- রঙ্গিও নদী
- রঙ্গু নদী
- রাঙ্গাং নদী
- মাণ্ডিং নদী
- রংবি নদী
- রঙ্গিয়াক নদী
- খং খোলা নদী
- রতু নদী
- রিলিং নদী
- কাহিল নদী
- রিংরিয়াৎ নদী
- কলোক নদী
- মেচী নদী
- রংবং নদী (দার্জিলিং)
- পাইয়াংডং নদী
- পোসাম নদী
- বালাসন নদী
- পাচিম নদী
- সুলিয়াসি নদী
- দোধিয়া নদী
- মারমা নদী
- মতুয়া নদী
- রকতি নদী
- রুহমি নদী
- সিভক নদী
- মহানন্দা নদী
- মামঝা নদী
- চেঙ্গা নদী
- মুলিয়া নদী
- পন্থাবাড়ি নদী
- পঞ্চাই নদী
- লাচিও নদী
- কুরুনডাক নদী
- তপু নদী
- চৈয়াটি নদী
- দুমারিয়া নদী
- দুল দুল নদী
- কুয়ের্চি নদী
- রিংচিটং নদী
- জোড়াপানি নদী
- ফুলেশ্বরী নদী
- রাংপো নদী
- মেরং নদী
- রাসেল নদী
- রংবং নদী
- রেচি নদী
- রামবং নদী
- সাবুকতান নদী
- নুন চু
- রাংলো নদী
- চামাং নদী
- মহাকা নদী
- রিরিউং নদী
- ঋষিখোলা নদী
- রামথি নদী
- রেল্লিখোলা নদী
- খুমানি নদী
- রঙ্গো নদী
- চেল নদী
- ডালিং নদী
- লিস নদী
- নেওড়া নদী
- ঘিস নদী
- মূর্তি নদী
- ডায়না নদী
- ঘাটিয়া নদী
- কুজি ডায়না নদী
- চুনপাতাং নদী
- কুর্তি নদী
- সুখানি নদী
- জুরান্তি নদী
- মিংলাম নদী
- কুমলাই নদী
- খুলনাল নদী
- দোদোমারি নদী
- করলা নদী
- করতোয়া নদী
- শাওঁ নদী
- মাল নদী
- জেতি নদী
- সুরসুতি নদী
- চাওয়াই নদী
- পাঙ্গা নদী
- কুড়ুম নদী
- মুজনাই নদী
- মানসাই নদী
- সুতঙ্গা নদী / সুটুঙ্গা নদী
- ঘোড়ামারা নদী
- চামূর্চি নদী
- আঙরাভাষা নদী
- গরাতি নদী
- ইংডং নদী
- গোলুন্দি নদী
- নোমাই নদী
- ভেরসা নদী
- কুলিক নদী
- নাগর নদী
- সুধানি নদী
- টাঙ্গন নদী
- গামারি নদী
- বেরং নদী
- গোবরা নদী
- সুই নদী
- নোনা নদী
- গন্দর নদী
- শ্রীমতি নদী
- দলঞ্চা নদী
- সুধা নদী
- পিতানি নদী
- যমুনা নদী (পঞ্চগড়)
- দোমোহনা নদী
- হাড়ভাঙা নদী
- আত্রাই নদী
- পুনর্ভবা নদী
- বালিয়াখাঁড়ী নদী
- ব্রাহ্মণী নদী
- ইছামতি নদী
- খাগরা নদী
- শ্রী নদী
- ছোট যমুনা নদী
- কাশিয়ানী নদী
- চিরি নদী
- তুলাই নদী
- তেতুলিয়া নদী
- রাঙামাটি নদী
- পানা নদী
- ডিমা নদী
- রায়ডাক নদী
- বালা নদী
- গাবুর বাসরা নদী
- হলং নদী
- ডিমডিমা নদী
- রিতি নদী
- আলিকুরি নদী
- রামিয়াটং নদী
- জয়ন্তী নদী
- চিকিয়াঝোরা নদী
- ধাওলাঝোরা নদী
- সিকিয়িঝোরা নদী
- পুরানো রায়ডাক নদী
- বুড়ি তোর্সা নদী
- কালজানি নদী
- কার্তিকা নদী
- তুরতুরি নদী
- তিতি নদী
- হাউরি নদী
- কুলকুলি নদী
- ধোতিচু নদী
- বামনী নদী
- ঘরঘরিয়া নদী
- সানজাই নদী
- শানিয়াজান নদী
- খুটামারা নদী
- ঝালং নদী
- এলাইকুড়ি নদী
- জুলাই নদী
- কাহালাই নদী
মধ্যভাগে গঙ্গা ও তার বিভিন্ন শাখা নদী
সম্পাদনাপশ্চিমের মালভূমি ও রাঢ় অঞ্চলের নদ-নদী
সম্পাদনাসুন্দরবন অঞ্চলের নদ-নদী
সম্পাদনাঅন্যান্য
সম্পাদনা- আদিগঙ্গা
- আত্রাই নদী
- বালাসন নদী
- বলেশ্বর নদী
- বাঁশলোই নদী
- বরাকর নদী
- ব্রাহ্মণী নদী
- দ্বারকা নদী
- হলদি নদী
- হিংলো নদী
- যমুনা নদী
- চালুন্দিয়া নদী
- কালিন্দী নদী
- কং খোলা নদী
- কোপাই নদী
- কুনুর নদ
- মুণ্ডেশ্বরী নদী
- মুড়িগঙ্গা নদী
- পুনর্ভবা নদ
- রঙ্গীত নদী
- রসুলপুর নদী
- শালি নদী
- সরস্বতী নদী
- শিলাই নদী
- সুবর্ণরেখা নদী
- টাঙ্গন নদী
- গন্ধেশ্বরী নদী
- সপ্তচুরে নদী
! নদীর নাম !! উৎস !! মোহনা !! শহর
|-
| হুগলি (গঙ্গা) || গঙ্গোত্রি হিমবাহ || বঙ্গোপসাগর || কলকাতা, নবদ্বীপ, হলদিয়া, হাওড়া
|-
| ইছামতি নদী || ভৈরব নদী|| বঙ্গোপোসাগর || বনগাঁ, টাকি, বসিরহাট
|-
| বিদ্যাধরী নদী || হুগলি নদী,(বর্তমানে উৎস থেকে বিচ্ছিন্ন) এখন উৎস হরিনঘাটা|| রায়মঙ্গল নদ ||
|-
| যমুনা নদী (পশ্চিমবঙ্গ) || হরিণঘাটা || ইছামতি নদী (চারঘাটের কাছে) || গোবরডাঙা, হরিণঘাটা, গাইঘাটা
|-
| চৈতা নদী[১]|| ইছামতি নদী,গোপালনগর (বর্তমমনে উৎস থেকে বিচ্ছিন্ন) || যমুনা নদী (পশ্চিমবঙ্গ),গাইঘাটার কাছে||
|-
| বেতনা নদী || ভৈরব নদ ||খোলপেটুয়া নদী || বাগদা
|-
| নাউভাঙা নদী || বাগদা ব্লক || ইছামতি ||
|}
আরোও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বিষমুক্ত জল দেবে কে প্রশ্ন মানুষের"। ডেলিহান্ট। সংগ্রহের তারিখ ১৫-০৯-২০১৬। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- পশ্চিমবঙ্গের ভূগোল পরিচয় - অরূপরতন রায়