লরেন্ট সিমান

বেলজীয় ফুটবলার

লরেন্ট ফ্রাঙ্কো সিমান (জন্ম: ৫ আগস্ট ১৯৮৫) হলেন একজ বেলজীয় পেশাদার ফুটবলার, যিনি মেজর লীগ সকারের ক্লাব লস এঞ্জেলেস এফসি এবং বেলজিয়াম জাতীয় দলে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

লরেন্ট সিমান
২০১১ সালে লরেন্ট সিমান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম লরেন্ট ফ্রাঙ্কো সিমান[]
জন্ম (1985-08-05) ৫ আগস্ট ১৯৮৫ (বয়স ৩৯)
জন্ম স্থান ফারচিয়েনেস, বেলজিয়াম
উচ্চতা ১.৮৪ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)[]
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
লস এঞ্জেলেস এফসি
জার্সি নম্বর ২৩
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৪–২০০৮ শারলোয়া ৮৫ (৩)
২০০৮–২০১০ ক্লুব ব্রুহে ১৬ (০)
২০০৯–২০১০করত্রিক (ধার) ৩৪ (২)
২০১০–২০১৫ স্ট্যান্ডার্ড লিয়েহে ১৫২ (৬)
২০১৫–২০১৭ মন্ট্রিল ইমপ্যাক্ট ৮৫ (৩)
২০১৮– লস এঞ্জেলেস এফসি (১)
জাতীয় দল
২০০৪–২০০৮ বেলজিয়াম অনূর্ধ্ব-২১ (০)
২০১০– বেলজিয়াম ১৯ (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৩ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২০ মে ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক।

ক্লাব ক্যারিয়ার

সম্পাদনা

সিমান শারলোয়া যুব পর্যায়ের হয়ে তার ক্যারিয়ার শুরু করেন এবং ২০০৪ সালের শারলোয়ার প্রথম দলের হয়ে অভিষেক করেন। শারলোয়ার হয়ে তার খেলার ধরন বেলজিয়ামের শীর্ষ ক্লাবগুলোর নজর কাড়ে। ২০০৮ সালের জুন মাসে, সিমান শারলোয়া হতে ক্লুব ব্রুহে স্থানান্তরিত হন। তিনি তখন উক্ত ক্লাবটির সাথে ৩ বছরের চুক্তি করেন। তাকে ২০০৯–১০ মৌসুমে করত্রিকে ধারে প্রেরণ করা হয়। ২০১০ সালের ১৬ই জুন তারিখে, তিনি ৪ বছরের জন্য স্ট্যান্ডার্ড লিয়েহে-এ যোগদান করেন।[] তিনি উক্ত ক্লাবের প্রথম একাদশের নিয়মিত সদস্য হয়ে উঠেন এবং ক্লাবটিকে ২০১০–১১ মৌসুমের বেলজীয় কাপ জয়লাভ করতে সাহাজ্জ করেন। তিনি উক্ত ক্লাবের হয়ে সর্বমোট ১৯৪টি ম্যাচ খেলেন, যার মধ্যে তিনি ৮টি গোল করেন, তিনি ২০১৫ সালের সাইট শীতে লিয়েহে থেকে চলে যান।

অতঃপর তিনি ২০১৫ সালের ২২শে জানুয়ারি তারিখে, মেজর লীগ সকারের ক্লাব মন্ট্রিল ইমপ্যাক্টের সাথে ৩ বছরের চুক্তি স্বাক্ষর করেন।[] উক্ত ক্লাবের হয়ে তার প্রথম মৌসুমে, তিনি এমএলএস বছরের সেরা রক্ষণভাগের খেলোয়াড় হন।[] ২০১৬ সালের জুলাই মাসে, তিনি ২০১৬ এমএলএস অল-স্টার গেমে অন্তর্ভুক্ত হন।[]

২০১৭ সালের ১২ই ডিসেম্বর তারিখে, সিমান রহিম এডওয়ার্ডস এবং জুকা রাইটালার বিনিময়ে মেজর লীগ সকারের ক্লাব লস এঞ্জেলেস এফসিতে যোগদান করেন।[]

ক্যারিয়ার পরিসংখ্যান

সম্পাদনা

আন্তর্জাতিক

সম্পাদনা
১৫ অক্টোবর ২০১৬ পর্যন্ত হালনাগাদকৃত।[]
বেলজিয়াম
সাল উপস্থিতি গোল
২০১০
২০১১
২০১৪
২০১৬
মোট ১৪

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "2014 FIFA World Cup Brazil: List of Players" (পিডিএফ)। FIFA। ১১ জুন ২০১৪। পৃষ্ঠা 4। ৬ আগস্ট ২০১৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৪ 
  2. http://www.uefa.com/uefaeuro/season=2016/teams/player=97598/index.html
  3. Marcos au FC Bruges Ciman au Standard ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১২-০৩-০৫ তারিখে -lesoir.be (ফরাসি)
  4. "Impact signs centre back Laurent Ciman to multi-year deal"Montreal Impact। ২২ জানুয়ারি ২০১৫। ২২ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৫ 
  5. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৮ 
  6. "Villa, Pirlo and Kaka headline MLS All-Star squad to face Arsenal"। FourFourTwo। ১৭ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৬ 
  7. https://www.impactmontreal.com/en/post/2017/12/12/impact-acquires-jukka-raitala-and-raheem-edwards
  8. ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে "Laurent Ciman"ন্যাশনাল ফুটবল টিমস। বেঞ্জামিন স্ট্রাক-জিমারমান। 

বহিঃসংযোগ

সম্পাদনা