বিরোচন
অবয়ব
বিরোচন | |
---|---|
পরিবার | প্রহ্লাদ (পিতা), দেবী (মা), কুম্ভ (ভাই), বিরোচনা (বোন) এবং বাণাসুর (নাতি) |
দাম্পত্য সঙ্গী | দেবাম্ব |
সন্তান | মহাবলী |
বিরোচন, হিন্দু পুরাণ ও বেদ অনুসারে হিরণ্যকশিপুর নাতি, প্রহ্লাদের পুত্র এবং বলীর পিতা।[১][২]
ছান্দোগ্য উপনিষদ (৮.৭.২-৮.৫) অনুসারে, তিনি ও ইন্দ্র আত্মা (স্ব) সম্পর্কে জানতে প্রজাপতির নিকট গিয়েছিলেন এবং সেখানে বত্রিশ বছর ব্রহ্মচর্য অনুশীলন করেছিলেন। পরে বিরোচনা ইন্দ্র কর্তৃক নিহত হন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Gopal, Madan (১৯৯০)। K.S. Gautam, সম্পাদক। India through the ages। Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India। পৃষ্ঠা 75।
- ↑ Atharvaveda VIII.10.22, Hymns of the Atharva Veda, by Ralph T.H. Griffith, (1895), at sacred-texts.com
- ↑ "Chandogya Upanishad" (পিডিএফ)। Maharishi University of Management website। পৃষ্ঠা 151–2। ২০১২-০২-২৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১১-১২।