পদাতিক নাট্য সংসদ
গঠিত | ২১ জানুয়ারি ১৯৭৮ |
---|---|
ধরন | নাট্যদল |
অবস্থান |
|
শিল্পী পরিচালক | সেলিম এস এইচ চৌধুর |
উল্লেখযোগ্য সদস্য | এস এম সোলায়মান খান আনিসুজ্জামান মানিক আনোয়ারুল কামাল বাদল এ এম মুরতায়েশ কচি সেলিম এস এইচ চৌধুরী গোলাম কুদ্দুস মো: কুতুব উদ্দিন জং চৌধুরী |
ওয়েবসাইট | padatikbd.com |
পদাতিক নাট্য সংসদ (পদাতিক নাট্যদল) একটি ঢাকা ভিত্তিক বাংলাদেশী বাংলা নাট্যদল।[১] বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে টিকিয়ে রাখতে ১৯৭৮ সালে দলটি গঠিত হয়।[২][৩]
ইতিহাস
[সম্পাদনা]পদাতিকের একটি মূল দলটি ১৯৭৮ সালের ২১ জানুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং কালান্তর নাট্যগোষ্ঠির কয়েকজন প্রাক্তন নাট্যকর্মীর নিয়ে যাত্রা শুরু করে। এই দলের প্রাথমিক লক্ষ্য ছিল চেতনার উত্থান, সংস্কৃতিকে সমৃদ্ধ করা এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের (১৯৭১) চেতনাকে টিকিয়ে রাখা। এই দলটির প্রথম নাটক ছিল জসীমউদ্দীনের সোজন বন্দিয়ার ঘাট। এস এম সোলায়মান, আনিসুজ্জামান মানিক, আবুল কাশেম দুলাল, আবু মোহাম্মদ মুরতায়েশ কচি, কামরুল হাসান স্বপন, উলফাত রানা, সেলিম এস এইচ চৌধুরী, গোলাম কুদ্দুস ও অন্যান্যরা পদাতিক শুরু করেন। আনিসুজ্জামান মানিককে সভাপতি ও আবুল কাশেম দুলালকে সাধারণ সম্পাদক করে প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। ১৯৮০ সালে পদাতিক নারায়ণগঞ্জে এই নাট্যদলের আরেকটি শাখা গঠন করে। দলটি “শোজন বাদিয়ার ঘাট”, “তিনের রোস্তোর গপ্পো”, “মনোশের পালা”, “মা”, চন্দ্রবতী”, “সে”, “ক্ষেতমোজুর খোইমুদ্দিন”, “পোড়ামাটি”, “খ্যাপা পাগলার প্যাচাল”, "জল বালিকা" এবং "দিনলিপি (মাইম)" ইত্যাদি জনপ্রিয় নাটক নির্মাণ করেছে। পদাতিক সাহিত্যের ক্লাসিক এবং সমৃদ্ধ লোক ঐতিহ্যের উপর ভিত্তি করে মৌলিক নাটক প্রচার করে। লোকসংস্কৃতির সঙ্গে সখ্যতা ছিল প্রতিষ্ঠাতা প্রধান এস এম সোলায়মানের। মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশের থিয়েটারকে সৃজন করেছে। পদাতিকের সঙ্গীত শাখা পদাতিক সঙ্গীত সংসদ, কলকাতা ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন মিতালীর সাথে যৌথভাবে ২০০৫ সাল থেকে একটি রবীন্দ্র সঙ্গীত প্রতিভা অন্বেষণ অনুষ্ঠানের আয়োজন করে আসছে। প্রতিযোগিতায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার [ভারতের] তরুণ প্রতিভাবানরা অংশগ্রহণ করে। পদাতিক ১৯৯৮ সাল থেকে ঢাকায় 'পদাতিক একুশে সাংস্কৃতিক কংগ্রেস' পরিচালনা করে এবং এর প্রতিষ্ঠাতা সদস্য আবু মোহাম্মদ মুরতায়েশ কচির স্মরণে ২০০৪ সালে 'কচি স্মৃতি পদক' চালু করে।
উৎসব
[সম্পাদনা]- ১৯৯৯ সাল থেকে থিয়েটার গ্রুপ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি পদাতিক একুশে সাংস্কৃতিক কংগ্রেসের আয়োজন করে। [৪]
- ২০০৩ সাল থেকে গ্রুপটি প্রতি বছর বাংলা নববর্ষের প্রাক্কালে চৈত্রসংক্রান্তি উৎসব উদযাপন করে। বাংলাদেশ ও ভারতের শিল্পী, কর্মী এবং বিভিন্ন সাংস্কৃতিক দল এই উৎসবে যোগ দেয়।
- ২০০৪ সাল থেকে পদাতিক তার প্রতিষ্ঠাতা সদস্য আবু মোহাম্মদ মুরতায়েশ কাচির স্মরণে পদাতিক নাট্য উৎসবের সাথে "কচি মেমোরিয়াল অ্যাওয়ার্ড" চালু করে।
প্রোডাকশন
[সম্পাদনা]মঞ্চ নাটক
[সম্পাদনা]বছর | নাটক | লেখক/এর উপর ভিত্তি করে | পরিচালক |
---|---|---|---|
বর্নানুক্রমে
| |||
১৯৮২ | বল্লভপুরের রূপকথা | বাদল সরকার | কামরুজ্জামান রুনু |
১৯৮৮ | চন্দ্রাবতী | মোনাজাত উদ্দিন ও আসিফ মুনির | কামরুজ্জামান রুনু |
১৯৮০ | চিকিৎসা বিব্রত | পরশুরাম | আনিসুজ্জামান মানিক |
১৯৯০ | চক্কর | ওয়াইল্ডার থর্নটন | আজিজ |
২০০১ | চৈতন্যে দ্রোহো | শামীম আহসান | সাহাদাত হোসেন নিপু |
২০০৫ | জলবালিকা | মাসুম রেজা | শামসুল আলম বকুল |
১৯৭৮ | কবর | জসীমউদ্দীনের কবিতা | এস এম সোলায়মান |
২০০৩ | ক্ষেতমজুর খাইমুদ্দিন | গোলাম সারোয়ার | গোলাম সারোয়ার |
১৯৮৪ | মা | বের্টল্ট ব্রেখটের লেখা এবং ম্যাক্সিম গোর্কির মায়ের উপর ভিত্তি করে নাটক | কামাল উদ্দিন নীলু |
১৯৮০ | মনসার পালা | কাজী রফিক | কাজী রফিক |
১৯৮০ | রাতা-রতি | পরশুরাম | এ. এম. মুরতায়েশ কচি |
১৯৭৮ | সোজন বাদিয়ার ঘাট | জসিমউদ্দিন | এস এম সোলায়মান |
২০১১ | সে | রবীন্দ্রনাথ ঠাকুর | দেবাশিস ঘোষ |
২০১৪ | পোড়ামাটি (৭১ থেকে গল্প) | বাবুল বিশ্বাস | ড. ইরিন পারভীন লোপা |
২০০৯ | দিনলিপি (মাইম) | রাজ | রাজ |
১৯৭৮ | তিন রুস্তমের গোপ্পো | এস এম সোলায়মান | এস এম সোলায়মান |
২০২১ | প্রেরণা | সাবিল রেজা চৌধুরী | সাবিল রেজা চৌধুরী |
পথ নাটক
[সম্পাদনা](বর্নানুক্রমে)
- খেপা পাগলার পায়চাল- পরিচালক: এস এম সোলেমান
- আজকের সংবাদ - পরিচালক: কামালউদ্দিন নিলু
- ভুলিনী একাত্তর
- বিশ্ব বেহায়ার পরীকল্পনা - পরিচালক: জিল্লুর রহমান জন
- চুর - পরিচালক: কাজী রফিক
- একোনো কালো মেঘ
- হলবোল- পরিচালক: জিল্লুর রহমান জন
- মেশিন - পরিচালক: মলয় কুমার পাল
- রাজা কানুটে- পরিচালক: বাহার উদ্দিন খেলন
- রংবাজি
- সারি সারি ল্যাশ- পরিচালক: কাজী রফিক
- তারামন বিবি- পরিচালক: কাজী রফিক
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Padatik Theatre Fest opens with two Tagore plays"। The Daily Star। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১২।
- ↑ "Performances by Dhaka Padatik"। Bangladesh.com। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১২।
- ↑ Martin Banham (২১ সেপ্টেম্বর ১৯৯৫)। The Cambridge Guide to Theatre। Cambridge University Press। পৃষ্ঠা 75–। আইএসবিএন 978-0-521-43437-9। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১২।
- ↑ "Theatre festival by Padatik Natya Sangsad (TSC) begins today"। The Daily Star। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১২।