বিষয়বস্তুতে চলুন

হিন্দি দিবস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার বর্তমান সংস্করণ, যা Deepforest351 (আলোচনা | অবদান) কর্তৃক ২৩:৫৯, ২৭ আগস্ট ২০২৪ তারিখে সম্পাদিত হয়েছিল। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক।

(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

হিন্দি দিবস (হিন্দি: हिन्दी दिवस) প্ৰতি বছরের ১৪ সেপ্টেম্বর ভারতের হিন্দি ভাষাভাষী অঞ্চলে পালিত একটি দিবস। সাধারণত এই দিবসটি ভারতের কেন্দ্ৰীয় সরকারের কাৰ্যালয়, ফাৰ্ম, বিদ্যালয় এবং অন্যান্য প্ৰতিষ্ঠানে উদ্‌যাপন করা হয়।[] হিন্দি ভাষাকে প্রচার এবং চর্চা করা এই দিবসের মূল উদ্দেশ্য। ভোজ-আয়োজন, বিভিন্ন অনুষ্ঠান, প্রতিযোগিতা এবং অন্যান্য কার্যাবলীর মধ্য দিয়ে এই দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়। হিন্দি ভাষাভাষী লোকদের কাছে তাদের শিখর সন্ধান এবং ঐক্যের বাণী প্রচারের মাধ্যমে এটি তাদের দেশপ্রেমের স্মারকও হয়ে উঠে।

ইতিহাস

[সম্পাদনা]
হিন্দি বিশ্বের সবথেকে বেশি ব্যবহৃত ভাষাসমূহের মধ্যে চতুৰ্থ
হিন্দি বিশ্বের সবথেকে বেশি ব্যবহৃত ভাষাসমূহের মধ্যে চতুৰ্থ

২০০৭ (এবং ২০১০) সালের ন্যাশনাল এনসাইক্লোপেডিনের মতে হিন্দি বিশ্বের প্রায় ২৯৫[] (এবং ৩১০)[] মিলিয়ন লোকের মাতৃভাষা এবং বিশ্বের সবথেকে বেশি ব্যবহৃত ভাষাসমূহের মধ্যে চতুৰ্থ। ১৯৪৯ সালের ১৪ সেপ্টেম্বর ভারতের সংবিধান প্ৰস্তাবনা পরিষদে দেবনাগরী লিপিতে লিখা হিন্দিকে ভারতের সরকারি ভাষারূপে স্বীকৃতি দেয় বলে হিন্দি দিবস এই দিনে পালন করা হয়। এর স্বীকৃতির ফলে নাস্তালিক লিপিতে লিখিত মুঘলবৃটিশ শাসন আমলের মূল হিন্দী/হিন্দূস্তানী ভাষা উর্দু হিসেবে প্রতিস্থাপিত হয়৷[] ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতের সংবিধান গৃহীত হওয়ার মধ্য দিয়ে হিন্দি ভারত সরকারের অন্যতম সরকারি ভাষারূপে স্বীকৃতি লাভ করে।

ভারতের সংবিধানের ৩৪৩ নং অনুচ্ছেদ অনুযায়ী দেবনাগরী লিপিতে লিখা হিন্দি ভারতের সরকারি ভাষা হিসেবে গৃহীত হয়। উল্লেখযোগ্য যে বৰ্তমানে ভারতে ২২টি সংবিধান স্বীকৃত ভাষা রয়েছে। তার মধ্যে হিন্দি এবং ইংরেজি ভারতের সরকারি ভাষা।

বাকী ভাষাসমূহ আঞ্চলিক সরকারি ভাষা হিসেবে ব্যবহার হয়।

উল্লেখযোগ্য অনুষ্ঠান

[সম্পাদনা]

বিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠানের অনুষ্ঠান ছাড়াও, এই দিবসের কিছু উল্লেখযোগ্য অনুষ্ঠান হল:

  • হিন্দি দিবসে নতুন দিল্লীর বিজ্ঞান ভবনে ভারতের রাষ্ট্রপতি, প্রণব মুখার্জি হিন্দির সাথে সম্পৰ্কিত বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতার জন্য পুরস্কার প্রদান করেন।
  • বিভাগীয় মন্ত্ৰী, বিভাগ, সরকারি প্ৰতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংককে রাজভাষা পুরস্কার প্ৰদান করা হয়।[]

ভারতের গৃহ মন্ত্রণালয় ২০১৫ সালের ২৫ মার্চ প্ৰতি বছরে প্ৰদান করা পুরস্কার দুটার নাম পরিবর্তন করে দেয়। ১৯৮৬ সালে প্রচলন করা 'ইন্দিরা গান্ধী রাজভাষা পুরস্কার' থেকে 'রাজভাষা কীর্তি পুরস্কার' এবং 'রাজীব গান্ধী রাষ্ট্রীয় জ্ঞান-বিজ্ঞান মৌলিক পুস্তক লেখন পুরস্কার' থেকে 'রাজভাষা গৌরব পুরস্কার' নামে পরিবর্তন করা হয়।[]

আরো দেখুন

[সম্পাদনা]
  • বিশ্ব হিন্দি সচিবালয়
সম্পর্কিত

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Hindi-rance Diwas: Making a case to celebrate bhasha, not rajbhasha"The Economic Times। ১৪ সেপ্টে ২০১৪। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-১৬ 
  2. Includes approx. 100 million speakers of other Hindi languages listed below.
  3. Isaka, Riho (২০২১-১০-২৮)। Language, Identity, and Power in Modern India: Gujarat, c.1850-1960 (ইংরেজি ভাষায়)। Routledge। পৃষ্ঠা 126–197। আইএসবিএন 978-1-000-46858-8 
  4. "India observed Hindi Divas on 14 September"Jagran Josh। ১৫ সেপ্টে ২০১৪। ২০১৪-০৯-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-১৬ 
  5. "Names of Indira Gandhi, Rajiv Gandhi knocked off Hindi Diwas awards"। The Economic Times। ২১ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৫