বিষয়বস্তুতে চলুন

আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড লেটার্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অডুবন টেরেস ২০০৮ সালে

আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড লেটার্স হচ্ছে ২৫০ সদস্যের একটি প্রতিষ্ঠান, যার লক্ষ্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহিত্য, সঙ্গীত ও শিল্পকলাকে সহায়তা করা এবং এর মানকে ধরে রাখার উদ্যোগ নেয়া। ন্যাশনাল ইন্সটিটিউট অব আর্টস অ্যান্ড লেটার্সের সাতজন সদস্যের কর্তৃক ১৯০৪ সালে ফ্রান্সের আকাদেমি ফ্রঁসেজ-এর অণুকরণে এই অ্যাকাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল।[] এই দুই গোষ্ঠী একীভূত হয়ে ১৯৭৬ সালে আমেরিকান অ্যাকাডেমি অ্যান্ড ইন্সটিটিউট অব আর্টস অ্যান্ড লেটার্স সৃষ্টি করে। এটি ১৯৯২ সাল পর্যন্ত টিকে ছিল। এই সংস্থাটির দুটি ভাগ ছিল। ১৯৯৩ সালে তা অবলুপ্ত করে বর্তমানের পর্যায়ে এসে দাঁড়িয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "American Academy and Institute of Arts and Letters"Britannica Kids (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০৮