বিষয়বস্তুতে চলুন

আল ওয়াক্রাহ স্পোর্টস ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আল ওয়াক্রাহ
পূর্ণ নামআল ওয়াক্রাহ স্পোর্টস ক্লাব
ডাকনামসবজে নীল তরঙ্গ
প্রতিষ্ঠিত১৯৫৯; ৬৫ বছর আগে (1959)[]
মাঠআল জানুব স্টেডিয়াম
ধারণক্ষমতা৪০,০০০
সভাপতিকাতার শেখ খলিফা বিন হাসান
ম্যানেজারস্পেন তিনতিন মার্কেস
লিগকাতার স্টার্স লিগ
২০২০–২১৮ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

আল ওয়াক্রাহ স্পোর্টস ক্লাব (আরবি: نادي الوكرة الرياضي‎, ইংরেজি: Al-Wakrah SC; সাধারণত আল ওয়াক্রাহ এসসি অথবা শুধুমাত্র আল ওয়াক্রাহ নামে পরিচিত) হচ্ছে আল ওয়াক্রাহ ভিত্তিক একটি কাতারি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে কাতারের শীর্ষ স্তরের ফুটবল লিগ কাতার স্টার্স লিগে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ১৯৫৯ সালে আল ওয়াক্রাহ যুব ক্লাব নামে প্রতিষ্ঠিত হয়েছে।[] ৪০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট আল জানুব স্টেডিয়ামে সবজে নীল তরঙ্গ নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন স্পেনীয় সাবেক ফুটবল খেলোয়াড় তিনতিন মার্কেস এবং সভাপতির দায়িত্ব পালন করছেন শেখ খলিফা বিন হাসান। কাতারি আক্রমণভাগের খেলোয়াড় মুহাম্মদ বিন ইত্তু এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[]

ঘরোয়া ফুটবলে, আল ওয়াক্রাহ এপর্যন্ত ১০টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি কাতার স্টার্স লিগ, ২টি কাতারি দ্বিতীয় বিভাগ এবং ১টি কাতারি স্টার্স কাপ শিরোপা রয়েছে। ওয়াহিদ মুহাম্মদ, আহমেদ ফাদিল, আলু হুসাইন রিহিমা, সেবাস্তিয়ান সায়েস এবং মহসিন মুতাওয়ালির মতো খেলোয়াড়গণ আল ওয়াক্রাহের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Qatar – List of Foundation Dates"। RSSSF। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১২ 
  2. "Al Wakrah Sports Club"। kooora.com। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৩ 
  3. "আল ওয়াক্রাহের স্টেডিয়াম"ট্রান্সফারমার্কেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২১ 
  4. "আল ওয়াক্রাহ"ট্রান্সফারমার্কেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]