বিষয়বস্তুতে চলুন

ওয়েস্টমিনস্টার ব্যবস্থা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্যালেস অফ ওয়েস্টমিনস্টার, লন্ডন, যুক্তরাজ্য

ওয়েস্টমিনস্টার ব্যবস্থা হলো একটি গণতান্ত্রিক সংসদীয় সরকার ব্যবস্থা যা শত শত বছর ধরে যুক্তরাজ্যে (ইউকে) বিকশিত হয়। এই আয়োজনের নাম এসেছে লন্ডনের প্যালেস অফ ওয়েস্টমিনস্টার থেকে, যা ব্রিটিশ সংসদ উপাসনালয়। বর্তমানে, বিশ্বের অন্যান্য অনেক দেশ এই সিস্টেমের উপর ভিত্তি করে বা প্রভাবিত সিস্টেম স্থাপন করেছে। ব্রিটেন এবং কমনওয়েলথ বিষয় ছাড়াও, বিশেষ করে সাবেক ব্রিটিশ উপনিবেশগুলির শাসন ব্যবস্থায় এই ধরনের ব্যবস্থা দেখা যায়।

বিশেষ করে কমনওয়েলথ দেশগুলোতে ওয়েস্টমিনস্টার সরকার ব্যবস্থা দেখা যায়। এটি প্রথমে কানাডিয়ান প্রদেশে শুরু হয় এবং তারপর অস্ট্রেলিয়াও এই ব্যবস্থার ভিত্তিতে তার সরকার প্রতিষ্ঠা করে।[][][] আজ, বিশ্বের মোট 33 টি দেশে এই সিস্টেমের উপর ভিত্তি করে বা প্রভাবিত শাসন ব্যবস্থা রয়েছে। একটা সময় ছিল যখন অধিকাংশ কমনওয়েলথ বা প্রাক্তন কমনওয়েলথ দেশ এবং তাদের সাবনেশনাল ইউনিটগুলিতে ওয়েস্টমিনস্টার সরকার ব্যবস্থা ছিল। পরবর্তীতে, অন্যান্য অনেক দেশ তাদের শাসন ব্যবস্থা পরিবর্তন করে।

তালিকা

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Seidle, F. Leslie; Docherty, David C. (২০০৩)। Reforming parliamentary democracy। McGill-Queen's University Press। পৃষ্ঠা 3। আইএসবিএন 9780773525085 
  2. Johnston, Douglas M.; Reisman, W. Michael (২০০৮)। The Historical Foundations of World Order। Leiden: Martinus Nijhoff Publishers। পৃষ্ঠা 571। আইএসবিএন 978-9047423935 
  3. Fieldhouse, David; Madden, Frederick (১৯৯০)। Settler self-government, 1840-1900 : the development of representative and (1. publ. সংস্করণ)। New York: Greenwood Press। পৃষ্ঠা xxi। আইএসবিএন 9780313273261