কুয়েতের আমির
কুয়েতের আমির | |
---|---|
أمير الكويت | |
দায়িত্ব | |
মিশাল আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ ১৬ ডিসেম্বর ২০২৩ থেকে | |
বিস্তারিত | |
প্রথম সম্রাট/সম্রাজ্ঞী | শেখ প্রথম সাবাহ ইবনে জাবের |
গঠন | ১৯৫২ |
বাসভবন | বেয়ান প্রাসাদ |
কুয়েত রাষ্ট্রের আমির হলেন রাজশাসক এবং কুয়েতের রাষ্ট্রপ্রধান, যা দেশটির সবচেয়ে ক্ষমতাশালী পদ। কুয়েতের আমিররা আল সাবাহ রাজবংশের সদস্য।
সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ- এর মৃত্যুর পর শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ ৩০ সেপ্টেম্বর ২০২০-এ কুয়েতের আমির হন।[১] তিনি ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর সিংহাসনে আরোহণ করেন।
উত্তরাধিকারের নিয়ম এবং ঐতিহ্য
[সম্পাদনা]কুয়েতের সিংহাসনের উত্তরাধিকার মুবারক আল-সাবাহ- এর বংশধরদের মধ্যে সীমাবদ্ধ। আল সাবাহ পরিবারের দুটি প্রধান শাখা, আল-আহমেদ এবং আল-সালেম শাখার মধ্যেও আমির পদটি ঐতিহ্যগতভাবে পরিবর্তিত হয়। শাসক আমীরকে সিংহাসনে আরোহণের এক বছরের মধ্যে একজন উত্তরাধিকারী নিয়োগ করতে হবে; ক্রাউন প্রিন্স হিসাবে বিবেচনার জন্য মনোনীত ব্যক্তিকে আল সাবাহ পরিবারের একজন সিনিয়র সদস্য হতে হবে।
প্রধানমন্ত্রী আমির দ্বারা নিযুক্ত হন।
ক্ষতিপূরণ
[সম্পাদনা]আমিরের জন্য বার্ষিক ক্ষতিপূরণ সংজ্ঞায়িত করা হয়। বার্ষিক ক্ষতিপূরণ বর্তমানে ৫০ মিলিয়ন কুয়েতি দিনার নির্ধারণ করা হয়েছে।[২]
কুয়েতের আমির (১৭৫২-বর্তমান)
[সম্পাদনা]নাম |
জীবনকাল |
শাসন শুরু |
শাসন শেষ |
নোট |
পরিবার |
আলোকচিত্র |
---|---|---|---|---|---|---|
শেখ প্রথম সাবাহ বিন জাবের
|
আনু. ১৭০০–১৭৬২ (বয়স ৬১–৬২) |
১৭৫২ | ১৭৬২ | কুয়েতের সরকারি সূত্রে জানা গেছে, প্রথম সাবাহ সর্বসম্মতিক্রমে শেখের পদে নির্বাচিত হয়েছেন।[৩] | আল সাবাহ | |
শেখ প্রথম আবদুল্লাহ আল সাবাহ
|
১৭৪০–১৮১৪ (বয়স ৭৩–৭৪) |
১৭৬২ | ৩ মে ১৮১৪ | প্রথম সাবাহ বিন জাবেরের কনিষ্ঠ পুত্র | আল সাবাহ | |
শেখ প্রথম জাবের আল-সাবাহ
|
১৭৭৫–১৮৫৯ (বয়স ৮৩–৮৪) |
৩ মে ১৮১৪ | ১৮৫৯ | প্রথম আবদুল্লাহ আল-সাবাহর জ্যেষ্ঠ পুত্র | আল সাবাহ | |
শেখ দ্বিতীয় সাবাহ আল-সাবাহ
|
১৭৮৪–১৮৬৬ (বয়স ৮১–৮২) |
১৮৫৯ | নভেম্বর ১৮৬৬ | প্রথম জাবের আল-সাবাহর জ্যেষ্ঠ পুত্র | আল সাবাহ | |
শেখ দ্বিতীয় আবদুল্লাহ আল-সাবাহ
|
১৮১৪–১৮৯২ (বয়স ৭৭–৭৮) |
নভেম্বর ১৮৬৬ | ১৮৯২ | দ্বিতীয় সাবাহ আল-সাবাহর জ্যেষ্ঠ পুত্র | আল সাবাহ | |
শেখ মুহাম্মদ বিন সাবাহ আল-সাবাহ
|
১৮৩৮–১৮৯৬ (বয়স ৫৭–৫৮) |
মে ১৮৯২ | ১৮৯৬ | দ্বিতীয় সাবাহ আল-সাবাহর দ্বিতীয় পুত্র | আল সাবাহ | |
শেখ মুবারক আল-সাবাহ
|
১৮৪৪ – ২৮ নভেম্বর ১৯১৫ (বয়স ৭০–৭১) |
১৮ মে ১৮৯৬ | ২৮ নভেম্বর ২০১৫ | দ্বিতীয় সাবাহ আল-সাবাহর পুত্র | আল সাবাহ | |
শেখ দ্বিতীয় জাবের আল-সাবাহ
|
১৮৬০ – ৫ ফেব্রুয়ারি ১৯১৭ (বয়স ৫৬–৫৭) |
২৮ নভেম্বর ২০১৫ | ৫ ফেব্রুয়ারি ১৯১৭ | মুবারক আল-সাবাহর বড় ছেলে | আল সাবাহ | |
শেখ সালিম আল-মুবারক আল-সাবাহ
|
১৮৬৪ – ২৩ ফেব্রুয়ারি ২০২১ (aged 56–57) |
৫ ফেব্রুয়ারি ১৯১৭ | ২৩ ফেব্রুয়ারি ২০২১ | মুবারক আল-সাবাহর দ্বিতীয় পুত্র | আল সাবাহ | |
শেখ আহমদ আল-জাবের আল-সাবাহ
|
১৮৮৫ – ২৯ জানুয়ারি ১৯৫০ (বয়স ৬৪–৬৫) |
২৯ মার্চ ১৯২১ | ২৯ জানুয়ারি ১৯৫০ | দ্বিতীয় জাবের আল-সাবাহর পুত্র | আল সাবাহ | |
শেখ আবদুল্লাহ আল-সালিম আল-সাবাহ
|
১৮৯৫ – ২৪ নভেম্বর ১৯৬৫ (বয়স ৭০) |
২৯ জানুয়ারি ১৯৫০ | ২৪ নভেম্বর ১৯৬৫ | সালিম আল-মুবারক আল-সাবাহর বড় ছেলে | আল সাবাহ | |
শেখ সাবাহ আল-সালিম আল-সাবাহ
|
১২ এপ্রিল ১৯১৩ – ৩১ ডিসেম্বর ১৯৭৭ (বয়স ৬৪) | ২৪ নভেম্বর ১৯৬৫ | ৩১ ডিসেম্বর ১৯৭৭ | সালিম আল-মুবারক আল-সাবাহর কনিষ্ঠ পুত্র | আল সাবাহ | |
শেখ জাবের আল-আহমেদ আল-সাবাহ [ক]
|
২৯ জুন ১৯২৬ – ১৫ জানুয়ারি ২০০৬ (বয়স ৭৯) | ৩১ ডিসেম্বর ১৯৭৭ | ১৫ জানুয়ারি ২০০৬ | আহমদ আল-জাবের আল-সাবাহ-এর তৃতীয় পুত্র | আল সাবাহ | |
শেখ সাদ আল-সালিম আল-সাবাহ
|
১৯৩০ – ১৩ মে ২০০৮ (বয়স ৭৭–৭৮) |
১৫ জানুয়ারি ২০০৬ | ২৪ জানুয়ারি ২০০৮ [খ] |
আবদুল্লাহ আল-সালিম আল-সাবাহর বড় ছেলে | আল সাবাহ | |
শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ
|
১৬ জুন ১৯২৯ – ২৯ সেপ্টেম্বর ২০২০ (বয়স ৯১) | ২৯ জানুয়ারি ২০০৬ | ২৯ সেপ্টেম্বর ২০২০ | আহমদ আল-জাবের আল-সাবাহর চতুর্থ পুত্র | Al Sabah | |
শেখ নাওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ
|
২৫ জুন ১৯৩৭ | ৩০ সেপ্টেম্বর ২০২০ | ১৬ ডিসেম্বর ২০২৩ | আহমদ আল-জাবের আল-সাবাহর ষষ্ঠ পুত্র | আল সাবাহ | |
শেখ মিশাল আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ
|
২৭ সেপ্টেম্বর ১৯৪০ | ১৬ ডিসেম্বর ২০২৩ | শায়িত্ব | আহমেদ আল-জাবের আল-সাবাহর ৭ম পুত্র | আল সাবাহ |
আরো দেখুন
[সম্পাদনা]পাদটীকা
[সম্পাদনা]- ↑ In exile in Taif, Saudi Arabia between 2 August 1990 and 15 March 1991, due to the Iraqi invasion and occupation, and the subsequent Gulf War.
- ↑ Deposed by the National Assembly and abdicated simultaneously due to illness.[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Kuwait's new emir Sheikh Nawaf to be sworn in on September 30: Parliament speaker"। Deccan Herald। ২৯ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "Show us the money - Oil Revenues, Undisclosed Allocations and Accountability in Budgets of the GCC States" (পিডিএফ)।
- ↑ Gazetteer of the Persian Gulf, Oman, and Central Arabia, Geographical, Volume 1, Historical Part 1, John Gordon Lorimer,1905, p1000
- ↑ PM set to become new Kuwait emir; CNN, 24 January 2006.