ক্যালাম এডি উইলসন
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ক্যালাম এডি গ্র্যাহাম উইলসন[১] | ||
জন্ম | [২] | ২৭ ফেব্রুয়ারি ১৯৯২||
জন্ম স্থান | কভেন্ট্রি, ইংল্যান্ড | ||
উচ্চতা | ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)[৩] | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | নিউক্যাসেল ইউনাইটেড | ||
জার্সি নম্বর | ৯ | ||
যুব পর্যায় | |||
কভেন্ট্রি সিটি | |||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৯–২০১৪ | কভেন্ট্রি সিটি | ৪৯ | (২২) |
২০১১ | → কেটারিং টাউন (ধার) | ১৭ | (১) |
২০১১–২০১২ | → টামওয়ার্থ (ধার) | ৩ | (১) |
২০১৪–২০২০ | বোর্নমাউথ | ১৬৫ | (৬১) |
২০২০– | নিউক্যাসেল ইউনাইটেড | ৬২ | (২৭) |
জাতীয় দল‡ | |||
২০১৪ | ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ | ১ | (০) |
২০১৮– | ইংল্যান্ড | ৬ | (১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৮:৩০, ৫ মার্চ ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৮:৩০, ৫ মার্চ ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ক্যালাম এডি গ্র্যাহাম উইলসন (ইংরেজি: Callum Wilson, ইংরেজি উচ্চারণ: /kæləm wɪlsən/; জন্ম: ২৭ ফেব্রুয়ারি ১৯৯২; ক্যালাম উইলসন নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসেল ইউনাইটেড এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[৪][৫] তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
ইংরেজ ফুটবল ক্লাব কভেন্ট্রি সিটির যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে উইলসন ফুটবল জগতে প্রবেশ করেন এবং এই ক্লাবের হয়ে খেলার মাধ্যমেই ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০০৯–১০ মৌসুমে, কভেন্ট্রি সিটির হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন। কভেন্ট্রি সিটিতে তিনি ৩ মৌসুম অতিবাহিত করেছেন; যেখানে তিনি ৪৯ ম্যাচে ২২টি গোল করেছেন। পরবর্তীতে তিনি কেটারিং টাউন, টামওয়ার্থ এবং বোর্নমাউথের মতো ক্লাবের হয়ে খেলেছেন। ২০২০–২১ মৌসুমে, তিনি ২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বোর্নমাথ হতে নিউক্যাসেল ইউনাইটেডে যোগদান করেছেন।
২০১৪ সালে, উইলসন ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে ইংল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৮ সালে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইংল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬ ম্যাচে ১টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ক্যালাম এডি গ্র্যাহাম উইলসন ১৯৯২ সালের ২৭শে ফেব্রুয়ারি তারিখে ইংল্যান্ডের কভেন্ট্রিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]উইলসন ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে তিনি ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ৫ মার্চ ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
ইংল্যান্ড | ২০১৮ | ১ | ১ |
২০১৯ | ৩ | ০ | |
২০২২ | ২ | ০ | |
সর্বমোট | ৬ | ১ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Updated squads for 2017/18 Premier League confirmed"। Premier League। ২ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ Hugman, Barry J., সম্পাদক (২০১০)। The PFA Footballers' Who's Who 2010–11। Edinburgh: Mainstream Publishing। পৃষ্ঠা 440। আইএসবিএন 978-1-84596-601-0।
- ↑ "Callum Wilson"। AFC Bournemouth। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৮।
- ↑ Newcastle United - First Team [নিউক্যাসেল ইউনাইটেড - প্রথম দল]। nufc.co.uk (ইংরেজি ভাষায়)। নিউক্যাসল আপন টাইন: নিউক্যাসেল ইউনাইটেড ফুটবল ক্লাব। ১০ ডিসেম্বর ২০১৬। ২৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "Newcastle United FC Squad Information 2022/2023" [নিউক্যাসেল ইউনাইটেড ফুটবল ক্লাব দলীয় সদস্যের তথ্য ২০২২/২০২৩]। premierleague.com (ইংরেজি ভাষায়)। প্রিমিয়ার লিগ। ১৫ জুন ২০১৭। ২৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ক্যালাম এডি উইলসন – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (আর্কাইভ) (ইংরেজি)
- সকারওয়েতে ক্যালাম এডি উইলসন (ইংরেজি)
- সকারবেসে ক্যালাম এডি উইলসন (ইংরেজি)
- বিডিফুটবলে ক্যালাম এডি উইলসন (ইংরেজি)
- ইইউ-ফুটবলে ক্যালাম এডি উইলসন (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে ক্যালাম এডি উইলসন (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে ক্যালাম এডি উইলসন (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে ক্যালাম এডি উইলসন (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে ক্যালাম এডি উইলসন (ইংরেজি)
- জীবিত ব্যক্তি
- ১৯৯২-এ জন্ম
- ইংরেজ ফুটবলার
- ফুটবল ফরোয়ার্ড
- এএফসি বোর্নমাথের খেলোয়াড়
- কভেন্ট্রি সিটি ফুটবল ক্লাবের খেলোয়াড়
- জাতীয় লিগের (ইংরেজ ফুটবল) খেলোয়াড়
- কেটারিং টাউন ফুটবল ক্লাবের খেলোয়াড়
- নিউক্যাসেল ইউনাইটেড ফুটবল ক্লাবের খেলোয়াড়
- ট্যামওয়ার্থ ফুটবল ক্লাবের খেলোয়াড়
- প্রিমিয়ার লিগের খেলোয়াড়
- ২০২২ ফিফা বিশ্বকাপের খেলোয়াড়
- ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- ইংল্যান্ডের আন্তর্জাতিক যুব ফুটবলার
- ইংল্যান্ডের আন্তর্জাতিক ফুটবলার
- ইংরেজ ফুটবল লিগের খেলোয়াড়
- আইরিশ বংশোদ্ভূত ইংরেজ ব্যক্তি