গণ্ডি (চলচ্চিত্র)
গণ্ডি | |
---|---|
পরিচালক | ফাখরুল আরেফীন খান |
প্রযোজক | গড়াই ফিল্মস |
উৎস | শুভদ্বীপ রায় কর্তৃক পথের সাথী[১] |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | দেবজ্যোতি মিশ্র |
প্রযোজনা কোম্পানি | গড়াই ফিল্মস |
পরিবেশক | গড়াই ফিল্মস |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
গণ্ডি ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী প্রণয়ধর্মী কৌতুক চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ফাখরুল আরেফীন খান ও প্রযোজনা করেছে গড়াই ফিল্মস। চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী ও সুবর্ণা মুস্তাফা। পাশাপাশি শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা ও পায়েল মুখার্জিসহ অন্যান্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।[২][৩][৪][৫]
অভিনয়
[সম্পাদনা]- সব্যসাচী চক্রবর্তী
- সুবর্ণা মুস্তাফা
- শুভাশীষ ভৌমিক
- মাজনুন মিজান
- অপর্ণা ঘোষ
- আমান রেজা
- পায়েল মুখার্জি
- মুগ্ধতা মোর্শেদ - (শিশু শিল্পী)
প্রযোজনা
[সম্পাদনা]ইংল্যান্ডের লন্ডন, বাংলাদেশের কক্সবাজারের প্যাঁচার দ্বীপসহ অন্যান্য জায়গায়, ঢাকার এফডিসি, উত্তরা, গুলশানসহ বিভিন্ন স্থানে গণ্ডির চিত্র ধারণ করা হয়।[৬]
সঙ্গীত
[সম্পাদনা]২০১৯ সালের ২৯ নভেম্বর গড়াই ফিল্মসের ইউটিউব চ্যানেল ও গণ্ডির অফিসিয়াল ফেইসবুক পেইজে "গণ্ডি ছাড়িয়ে বন্ধু দুজন" শিরোনামের চলচ্চিত্রের প্রথম গান মুক্তি পায়। গানটির কথা লিখেছেন ভারতের গীতিকার বিশ্বরাজ ভট্টাচার্য। এর সুর-সংগীত করেছেন লয় ও দীপ। গানটি গেয়েছেন ভারতের কণ্ঠশিল্পী দীপ।[৭]
বাজারজাতকরণ ও মুক্তি
[সম্পাদনা]২০২০ সালের ২২ জানুয়ারি গণ্ডির ফেইসবুক পেইজে প্রকাশ করা হয় এটির পোস্টার।[৮] ২০২০ সালের ২৪ জানুয়ারি ইউটিউবে চলচ্চিত্রটি ট্রেইলার প্রকাশ করা হয়।[১]
মুক্তি
[সম্পাদনা]গণ্ডি ২০২০ সালে ৭ ফেব্রুয়ারি বাংলাদেশের ১৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ BonikBarta। "'গণ্ডি'র গল্পটি বলা প্রয়োজন ছিল"। ‘গণ্ডি’র গল্পটি বলা প্রয়োজন ছিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৮।
- ↑ "'গণ্ডি' পেরোনো বন্ধুত্ব নিয়ে যেসব সিনেমা…"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৮।
- ↑ "গণ্ডি ছাড়িয়ে বন্ধুত্ব"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৮।
- ↑ "বয়সের 'গণ্ডি' পেরিয়ে বন্ধুত্ব"। www.bhorerkagoj.com। ২০২০-০২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৮।
- ↑ "'গণ্ডি' দেখে ভালো লাগলে আরও পাঁচ জনকে বলুন"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৮।
- ↑ "সুবর্ণা-সব্যসাচীর 'গণ্ডি'র মুক্তি ৭ ফেব্রুয়ারি"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৮।
- ↑ "গণ্ডির প্রথম গানে দেখা দিলেন সুবর্ণা-সব্যসাচী"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৮।
- ↑ "এলো 'গণ্ডি'র পোস্টার"। m.bdnews24.com। ২০২০-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৮।
- ↑ "মুক্তির দিনেই ঢাকাই দর্শকের প্রশংসায় 'গণ্ডি'"। চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০২০-০২-০৭। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৮।