গর্ডন ব্রাউন
গর্ডন ব্রাউন | |
---|---|
জন্ম | ২০ ফেব্রুয়ারি; ১৯৫১ |
নাগরিকত্ব | ইংল্যান্ড |
পরিচিতির কারণ | ইংল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী |
গর্ডন ব্রাউন (জন্ম: ২০ ফেব্রুয়ারি ১৯৫১[১]) ইংল্যান্ড সাবেক প্রধানমন্ত্রী। [২] ২০০৭ সালের ২৭ জুন তিনি সাবেক প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ারের কাছ থেকে এই দায়িত্ব গ্রহণ করেন এবং ১২ মে ২০১০ এ অবসর নেন। তিনি যুক্তরাজ্যের লেবার পার্টির সদস্য। টোনি ব্লেয়ারের মন্ত্রীসভায় তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
জন্ম ও শিক্ষা
[সম্পাদনা]ব্রাউন গ্লাসগোতে জন্ম গ্রহণ করেন। তার পিতা জন ইবেনজার ব্রাউন ধর্ম মন্ত্রী ছিলেন। ১৬ বছর বয়সে ব্রাউন এডিনবার্গ বিশ্ববিদ্যালয়তে ইতিহাস পড়তে ভর্তি হন। তিনি বৃটেনের সেই চার জন প্রধানমন্ত্রীর একজন যারা, অক্সফোর্ড বা ক্যামব্রীজ বিশ্ববিদ্যালয়তে অধ্যয়ন করেন নাই। ব্রাউন এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে সম্মান, স্নাতক (১৯৭২ ও পিএইচ.ডি ১৯৮২ ডিগ্রি লাভ করেন। তার পিএইচ.ডি এর বিষয় ছিল "লেবার পার্টি এবং ১৯১৮-২৯ সালে স্কটল্যান্ডের রাজনৈতিক পরিবর্তন।
রাজনীতি
[সম্পাদনা]১৯৭২ সালে ছাত্র থাকাকালীন ব্রাউন এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের রেক্টর নির্বাচিত হন। ব্রাউন একজন খন্ডকালীন প্রভাষক হিসেবে গ্লাসগোর ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ে "রাজনীতি" পড়ান। তারপর তিনি স্কটিশ টেলিভিষণে একজন সাংবাদিক হিসেবেও কাজ করেন।
যুক্তরাজ্যের ১৯৮৩ সালের নির্বাচনে ব্রাউন সংসদ সদস্য (Member of Parliament) নির্বাচিত হন। সেই সময় তিনি বিরোধী দলের বাণিজ্য ও শিল্প বিষয়ক মুখপাত্রের দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে তিনি লেবার পার্টির রাজনীতিবিদ জেমস্ ম্যাক্সটন-এর জীবনী গ্রন্থ লিখেন। টোনি ব্লেয়ারের মন্ত্রীসভায় তিনি ১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Hellomagazine.com। "Gordon Brown. Biography, news, photos and videos"। hellomagazine.com (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১১।
- ↑ "Gordon Brown | prime minister of United Kingdom | Britannica"। www.britannica.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১১।
বহি:সংযোগ
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- শ্রমিক দলের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
- ১৯৫১-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২১শ শতাব্দীর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
- ২১শ শতাব্দীর স্মৃতিকথাকার
- এডিনবরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- স্কটল্যান্ডীয় পণ্ডিত ও শিক্ষায়তনিক
- শ্রমিক দল (যুক্তরাজ্য) এর নেতা
- যুক্তরাজ্যের প্রিভি কাউন্সিলের সদস্য
- স্কটিশ শ্রমিক দলের সংসদ সদস্য
- ফাইফের নির্বাচনী এলাকা থেকে যুক্তরাজ্যের সংসদ সদস্য
- যুক্তরাজ্যের সংসদ সদস্য ১৯৮৩-১৯৮৭
- যুক্তরাজ্যের সংসদ সদস্য ১৯৮৭-১৯৯২
- যুক্তরাজ্যের সংসদ সদস্য ১৯৯২-১৯৯৭
- যুক্তরাজ্যের সংসদ সদস্য ১৯৯৭-২০০১
- যুক্তরাজ্যের সংসদ সদস্য ২০০১-২০০৫
- যুক্তরাজ্যের সংসদ সদস্য ২০০৫-২০১০
- যুক্তরাজ্যের সংসদ সদস্য ২০১০-২০১৫
- ফ্যাবিয়ান সোসাইটির সদস্য
- লেবার ফ্রেন্ডস অফ ইসরায়েল
- গর্ডন ব্রাউন
- নিউ লেবার
- যুক্তরাজ্যের কোষাধ্যক্ষ