বিষয়বস্তুতে চলুন

গ্যাসীয় দৈত্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সৌরজগৎ এর চারটি গ্যাস দৈত্য গ্রহ যা সূর্যের সামনে রাখা হয়েছে।

একটি গ্যাসীয় দৈত্য (ইংরেজি: Gas giant) হচ্ছে একটি বড় গ্রহ যার প্রধান উপাদান পাথর বা অন্যান্য কঠিন পদার্থ নয়, বরং কোনো না কোনো গ্যাসীয় উপাদান। সৌরজগতে চারটি গ্যাসীয় দৈত্য আছে, বৃহস্পতি, শনি, ইউরেনাসনেপচুন। অন্যান্য তারাকে প্রদক্ষিণরত অনেক সৌরাতীত গ্যাসীয় দৈত্য শনাক্ত হয়েছে।

পৃথিবীর ভরের দশগুণ ভরবিশিষ্ট গ্রহকে দৈত্যগ্রহ বলে।

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:Exoplanet