বিষয়বস্তুতে চলুন

চাঁদপুর কমিউটার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চাঁদপুর কমিউটার
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনকমিউটার
অবস্থাঅচল(বন্ধ আছে)
প্রথম পরিষেবা১৬ সেপ্টেম্বর ২০১৩; ১১ বছর আগে (2013-09-16)
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুচাঁদপুর রেলওয়ে স্টেশন
বিরতি১০টি
শেষলাকসাম জংশন রেলওয়ে স্টেশন
ভ্রমণ দূরত্ব৬৯ কিলোমিটার (৪৩ মাইল)
যাত্রার গড় সময়১ ঘণ্টা ৪১ মিনিট
পরিষেবার হারসপ্তাহে ৬দিন (শুক্রবার বন্ধ)
রেল নং৮১/৮২/৮৩/৮৪
ব্যবহৃত লাইনলাকসাম-চাঁদপুর রেলপথ
যাত্রাপথের সেবা
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানেই
খাদ্য সুবিধানেই
মালপত্রের সুবিধাওভারহেড রেক
কারিগরি
গাড়িসম্ভার৩ গাড়ী বিশিষ্ট একটি ডেমু সেট
ট্র্যাক গেজ১,০০০ মিলিমিটার (৩ ফুট   ইঞ্চি)
ট্র্যাকের মালিকবাংলাদেশ রেলওয়ে
রক্ষণাবেক্ষণলাকসাম

চাঁদপুর কমিউটার (ট্রেন নংঃ ৮১/৮২/৮৩/৮৪) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি কমিউটার ট্রেন। এটি চাঁদপুরের চাঁদপুর রেলওয়ে স্টেশনকুমিল্লার লাকসাম জংশন রেলওয়ে স্টেশনের মধ্যে চলাচল করে।[][]

ট্রেনটি ২০১৩ সালের ১৩ই সেপ্টেম্বর উদ্বোধন করা হয় এবং একই মাসের ১৬ তারিখ থেকে ট্রেনটি চলাচল করা শুরু করে।[] প্রথমে এটি চাঁদপুর থেকে কুমিল্লা পর্যন্ত চললেও পরে তা লাকসামে নিয়ে আসা হয়। ট্রেনটি যান্ত্রিক ত্রুটি ও করোনাভাইরাস মহামারীর কারণে বেশ কয়েকবার বন্ধ করা হয়।[] তারপর থেকে বন্ধ আছে।

সময়সূচী

[সম্পাদনা]

বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ সময়সূচী যাচাই করার জন্য অনুরোধ করা হলো। নিম্নোক্ত সময়সূচীটি বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচী অনুযায়ী যা ২০২০ সালের ১০ই জানুয়ারি হতে কার্যকর।[]

ট্রেন

নং

উৎস প্রস্থান গন্তব্য প্রবেশ সাপ্তাহিক

ছুটি

৮১ চাঁদপুর ০৯:১০ লাকসাম ১০:৪৫ শুক্রবার
৮২ লাকসাম ০৭:২০ চাঁদপুর ০৯:০০
৮৩ চাঁদপুর ১৭:২০ লাকসাম ১৯:০০
৮৪ লাকসাম ১৫:০০ চাঁদপুর ১৬:৫০

যাত্রাবিরতি

[সম্পাদনা]

অনেক সময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২০ সাল অব্দি কার্যকর।

রোলিং স্টক

[সম্পাদনা]

এটি এক সেট ডিজেল-ইলেক্ট্রিক মাল্টিপল ইউনিট (ডেমু) স্টক দ্বারা চলে যেটাতে তিনটি গাড়ী রয়েছে। ট্রেনটির ধারণক্ষমতা ৩০০ জন যাত্রী।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "চাঁদপুর-লাকসাম রেলপথে দখলদারিত্ব চলছেই"যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৩ 
  2. ChandpurKhabar (২০১৯-০৭-০২)। "চাঁদপুর-লাকসাম রুটে ডেম্যু ট্রেন চলাচল শুরু"Daily Chandpur Khabar - দৈনিক চাঁদপুর খবর। ২০২০-০৬-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৩ 
  3. "চাঁদপুর-কুমিল্লা রুটে ডেম্যু ট্রেন উদ্বোধন"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০১৩-০৯-১৩। ২০২০-০৫-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৩ 
  4. চাঁদপুর-লাকসাম রুটে ডেমু ট্রেন বন্ধJugantor। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৫ 
  5. সকল-ট্রেনের-সময়সূচিBangladesh Railway। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১০