বিষয়বস্তুতে চলুন

জাম্বেজি নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নামিবিয়া, জাম্বিয়া, জিম্বাবুয়ে এবং বতসোয়ানার সংযোগস্থলে জামবেজি নদী

জাম্বেজি হলো আফ্রিকা মহাদেশের চতুর্থ দীর্ঘতম নদী (যা জাম্বিজ নামেও পরিচিত)। এটি আফ্রিকা মহাদেশের পূর্ব বাহিনী নদী গুলির মধ্যে দীর্ঘতম। দীর্ঘ যাত্রা শেষে নদীটি ভারত মহাসাগরে এসে মিশেছে। জাম্বেসি নদীর ধারণ অববাহিকা টি ১,৩৯০,০০০ স্কয়ার কিলোমিটার (নীলনদের থেকে কিছুটা কম) জুড়ে বিস্তৃত।[] ২,৫৭৪ কিলোমিটার লম্বা নদীর উৎপত্তি জাম্বিয়ার ইকেলেঞ্জ প্রদেশের কেলিন পাহাড়ে। তারপর নদীটি পূর্ব অ্যাঙ্গোলা, নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবোয়ে ও মোজাম্বিক এর মধ্য দিয়ে অতিক্রম করে ভারত মহাসাগরে গিয়ে মিশেছে।

জাম্বেজি নদীর উল্লেখ্য বিষয়টি হলো ভিক্টোরিয়া জলপ্রপাত। এছাড়াও নদীতে চাভুমা জলপ্রপাত ও গোনি জলপ্রপাত রয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Richard Beilfuss & David dos Santos: Patterns of Hydrological Change in the Zambezi Delta, Monogram for the Sustainable Management of Cahora Bassa Dam and The Lower Zambezi Valley (2001). Estimated mean flow rate 3424 m³/s" (পিডিএফ)। ১৭ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০০৮