জুরাসিক পার্ক (চলচ্চিত্র)
জুরাসিক পার্ক | |
---|---|
পরিচালক | স্টিভেন স্পিলবার্গ |
প্রযোজক | ক্যাথলিন কেনেডি জেরাল্ড আর মোলেন |
রচয়িতা | চিত্রনাট্য David Koepp Malia Scotch Marmo(ক্রেডিট নেননি) Michael Crichton উপন্যাস: Michael Crichton |
সুরকার | জন উইলিয়াম্স |
চিত্রগ্রাহক | ডিন কান্ডি |
সম্পাদক | মাইকেল কান |
পরিবেশক | ইউনিভার্সাল স্টুডিওস |
মুক্তি | ১১ই জুন, ১৯৯৩ |
স্থিতিকাল | ১২৭ মিনিট |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | ৯৫,০০০,০০০ মার্কিন ডলার |
আয় | ৯১৪,৬৯১,১১৮ ডলার |
জুরাসিক পার্ক (ইংরেজি ভাষায়: Jurassic Park জুর্যাসিক্ পার্ক্) স্টিভেন স্পিলবার্গ পরিচালিত বিজ্ঞান কল্পকাহিনীমূলক চলচ্চিত্র। Michael Crichton এর একই নামের উপন্যাসের উপর ভিত্তি করে নির্মীত এই চলচ্চিত্র ১৯৯৩ সালে মুক্তি পায়। ক্লোন পদ্ধতিতে তৈরি করা ডাইনোসরের মাধ্যমে বিজ্ঞানীরা আইলা নুবলার দ্বীপে একটি বিনোদন পার্ক গড়ে তোলে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পূর্বে জন হ্যামন্ড (রিচার্ড অ্যাটেনব্রো) কয়েকজন বিজ্ঞানীকে পার্ক পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান। তারা দ্বীপে এসে ডাইনোসর দেখে বিস্মিত হন। কিন্তু ষড়যন্ত্রের কারণে কিছু ডাইনোসর তড়িতাহিত খাচা ভেদ করে বাইরে চলে আসে। বিজ্ঞানী ও কলাকুশলীরা ডাইনোসরের হাত থেকে বাঁচার জন্য দ্বীপ থেকে পালানোর চেষ্টা করেন। এ নিয়েই জুরাসিক পার্কের কাহিনী গড়ে উঠেছে।
১৯৯০ সালেই স্পিলবার্গ ছবি নির্মাণের জন্য উপন্যাসের স্বত্ব লাভ করেন এবং চিত্রনাট্য অভিযোজনের জন্য স্বয়ং Crichton কেও নিয়োগ করেন। চিত্রনাট্যের চূড়ান্ত রূপ দেন David Koepp যিনি মূল উপন্যাসের প্রত্যক্ষ বর্ণনা ও সহিংসতা অনেক কমিয়ে আনেন এবং চরিত্রেও বেশ কিছু পরিবর্তন আনেন। ডাইনোসরের এনিমেশন তৈরির জন্য স্পিলবার্গ স্ট্যান উইনস্টন স্টুডিও-কে ভাড়া করেন। এই স্টুডিওর শটগুলোর সাথে পরবর্তীতে ইন্ডাস্ট্রিয়াল লাইট অ্যান্ড ম্যাজিক-এর চিত্রগুলোর সমন্বয় সাধন করা হয়। বিজ্ঞানীরা ডাইনোসরের যে রূপটি আবিষ্কার করেছেন ঠিক তা-ই ফুটিয়ে তুলতে চলচ্চিত্র কুশলীদেরকে সাহায়তা করেন জীবাশ্মবিজ্ঞানী জ্যাক হর্নার। অবশ্য বিবর্তন তত্ত্বে কিছু পরিবর্তনের কারণে বেশ কিছু বিশেষত ভেলোসিরেপ্টর-এর চিত্রায়নকে এখন পুরোপরি সঠিক বলা যায় না। ১৯৯২ সালের ২৪শে আগস্ট থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত কাউয়াই, ওয়াহু এবং ক্যালিফোর্নিয়া-তে শ্যুটিং হয়।
কম্পিউটারের মাধ্যমে কৃত্রিম চিত্র প্রস্তুতির ক্ষেত্রে জুরাসিক পার্ক এক নতুন মাত্রা যোগ করে। ছবির এনিমেশন ও ইফেক্ট সব সমালোচকের কাছেই প্রশংসিত হয়, কিন্তু চরিত্র উন্নয়ন ও ছবির অন্যান্য ক্ষেত্রে প্রতিক্রিয়া ছিল মিশ্র। মুক্তি পাওয়ার ছবিটি মোট ৯১৪ মিলিয়ন ডলার আয় করে যা ছিল সে সময় পর্যন্ত সর্বকালের সবচেয়ে বেশি উপার্জনকারী ছবি। বর্তমানে আয়ের দিক দিয়ে এর স্থান ১০ম। অবশ্য স্ফীতির সাপেক্ষে পরিবর্তন করলে উত্তর আমেরিকায় এর অবস্থান ১৭তম। জুরাসিক পার্ক চলচ্চিত্রে এক নতুন franchise এর জন্ম দেয়। ১৯৯৭ সালে দ্য লস্ট ওয়ার্ল্ড নামে জুরাসিক পার্কের দ্বীতীয় পর্ব মুক্তি পায়, ২০০১ সালে মুক্তি পায় জুরাসিক পার্ক ৩। জুরাসিক পার্ক ৪ বর্তমানে নির্মীত হচ্ছে।
কাহিনী সংক্ষেপ
[সম্পাদনা]ডঃ অ্যালান গ্র্যান্ট ও ডঃ এলি স্যাটলার এবং ডঃ আয়ান ম্যালকম জন হ্যামন্ড এর নির্মাণ করা ডানোসোর পার্কে ভ্রমণে যান। তাদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান জন হ্যামন্ড (রিচার্ড অ্যাটেনব্রো) পার্ক পরিদর্শনের জন্য। তাদের সাথে ছিল অ্যালেক্সিস "লেক্স" মার্ফি ও টিমি "টিম" মার্ফি, যারা 'জন হ্যামন্ড এর নাতি ও নাতনি। ডেনিস নেড্রি হলো জুরাসিক পার্ক কম্পিউটার ব্যবস্থার চালক। ডেনিস নেড্রি ডানোসোর ডিএনএ পাচার করতে চেয়েছিলেন। রেই আর্নল্ড পার্কের প্রধান প্রকৌশলী। রবার্ট মুলডুন পার্কের প্রধান গেইম ওয়ার্ডেন, যিনি কেনিয়াতে চিতাও শিকার করেছেন। ক্যামেরন থর বায়োসিন কোম্পানির প্রধান।
চরিত্রসমূহ
[সম্পাদনা]- স্যাম নিল - ডঃ অ্যালান গ্র্যান্ট (জীবাশ্ববিজ্ঞানী)
- লরা ডার্ন - ডঃ এলি স্যাটলার (জীবাশ্ম-উদ্ভিদবিজ্ঞানী)
- জেফ গোল্ডব্লুম - ডঃ আয়ান ম্যালকম (গণিতবিদ ও ক্যাওস তত্ত্ববিদ)
- রিচার্ড অ্যাটেনব্রো - জন হ্যামন্ড
- অ্যারিয়ানা রিচার্ডস - অ্যালেক্সিস "লেক্স" মার্ফি (হ্যামন্ডের নাতনি)
- জোসেফ মাৎসেলো - টিমি "টিম" মার্ফি (লেক্সের ছোট ভাই)
- ওয়েইন নাইট - ডেনিস নেড্রি (জুরাসিক পার্ক কম্পিউটার ব্যবস্থার স্থপতি, সে ঘুষ গ্রহণ করে)
- স্যামুয়েল এল জ্যাকসন - রেই আর্নল্ড (পার্কের প্রধান প্রকৌশলী)
- বব পেক - রবার্ট মুলডুন (পার্কের গেইম ওয়ার্ডেন)
- মার্টিন ফেরেরো - ডোনাল্ড জেনেরো (হ্যামন্ডের আইনজীবী)
- বি ডি ওং - ডঃ হেনরি উ (পার্কের প্রধান বংশগতিবিজ্ঞান)
- জেরাল্ড আর মোলেন - ছবির প্রযোজক যে পার্কের ভেটেরিনারিয়ান গেরি হার্ডিয হিসেবে ক্যামিও দেয়
- ক্যামেরন থর - হ্যামন্ডের ইনজেন কোম্পানির প্রতিদ্বন্দ্বী বায়োসিন কোম্পানির প্রধান
- ডিন কান্ডি - ছবির চিত্রগ্রাহক, নেড্রি কম্পিউটারে ডে ডক শ্রমিকের সাথে কথা বলে তার চরিত্রে ক্যামিও দেয়
- রিচার্ড কিলি - নিজের চরিত্রে, পার্ক পরিদর্শনের জন্য ব্যবহৃত গাড়ির ট্যুর গাইডের কণ্ঠ দেয়
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ১৯৯৩-এর চলচ্চিত্র
- অ্যাম্বলিন এন্টারটেইনমেন্টের চলচ্চিত্র
- মার্কিন চলচ্চিত্র
- স্টিভেন স্পিলবার্গ পরিচালিত চলচ্চিত্র
- প্রাকৃতিক হরর চলচ্চিত্র
- বিজ্ঞান কল্পকাহিনী চলচ্চিত্র
- ইউনিভার্সাল পিকচার্সের চলচ্চিত্র
- বিজ্ঞান কল্পকাহিনী উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র
- জন উইলিয়ামস সুরারোপিত চলচ্চিত্র
- আইম্যাক্স চলচ্চিত্র
- ডাইনোসরের চলচ্চিত্র
- ২০১৩-এর ত্রিমাত্রিক চলচ্চিত্র
- ক্যাথলিন কেনেডি প্রযোজিত চলচ্চিত্র
- শ্রেষ্ঠ ভিজুয়াল ইফেক্টসের জন্য একাডেমি পুরস্কার বিজয়ী চলচ্চিত্র
- দ্বীপপুঞ্জের পটভূমিতে চলচ্চিত্র
- লাইভ অ্যাকশন ও অ্যানিমেশন সহ চলচ্চিত্র
- ১৯৯০-এর দশকের মার্কিন চলচ্চিত্র
- ১৯৯০-এর দশকের ইংরেজি ভাষার চলচ্চিত্র
- বাফটা বিজয়ী (চলচ্চিত্র)
- ক্যালিফোর্নিয়ায় ধারণকৃত চলচ্চিত্র
- মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় চলচ্চিত্রের তালিকাভুক্তি চলচ্চিত্র