ডেব্রা মেসিং
ডেব্রা মেসিং | |
---|---|
জন্ম | দেবরা লিন মেসিং আগস্ট ১৫, ১৯৬৮ নিউ ইয়র্ক শহর, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র |
শিক্ষা | ব্র্যান্ডিস বিশ্ববিদ্যালয় (কলা স্নাতক) নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৯৪–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | ড্যানিয়েল জেলম্যান (বি. ২০০০; বিচ্ছেদ. ২০১৬) |
ডেব্রা লিন মেসিং (জন্ম ১৫ আগস্ট ১৯৬৮) হলেন একজন মার্কিন অভিনেত্রী। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের টিশ স্কুল অব দি আর্টস থেকে স্নাতক সম্পন্ন করার তিনি টেলিভিশন সিরিজে স্বল্পকালীন সময়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ফক্সের নেড অ্যান্ড স্টেসি (১৯৯৫-১৯৯৭) ও এবিসি'র প্রে (১৯৯৮)। তিনি এনবিসি সিটকম উইল অ্যান্ড গ্রেস (১৯৯৮-২০০৬,২০১৭-২০২০) -এ অভ্যন্তরীণ ডিজাইনার গ্রেস অ্যাডলার অভিনয় করে প্রথম সফলতা অর্জন করেন৷ এই ধারাবাহিকে তার কাজ সমাদৃত হয় এবং তিনি ছয়টি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং পাঁচটি প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন থেকে ২০০৩ সালে হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা প্রধান অভিনেত্রী বিভাগে পুরস্কার অর্জন করেন।
২০০৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি একটি হলিউড চলচ্চিত্রে মোগুলের প্রাক্তন স্ত্রী মলি কাগান হিসাবে অভিনয় করেছিলেন৷ দ্য স্টার্টার ওয়াইফ ধারাবাহিকে তার চরিত্র ছিল মগুলের প্রাক্তন স্ত্রী। এই চরিত্রের জন্য তিনি দুটি গোল্ডেন গ্লোবাল পুরস্কারের মনোনয়ন পেয়েছেন৷ একটি হলো প্রিম্মি পুরস্কার এবং আরেকটি হলো স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার৷
মেসিং এর কাজ করা চলচ্চিত্রগুলোর মধ্যে অন্তর্ভুক্ত, এ ওয়াল্ক ইন দ্য কোল্ডস (১৯৯৫), যিশু (১৯৯৯), দ্য মথম্যান প্রোফেসিস (চলচ্চিত্র) (২০০২), হলিউড এন্ডিং (২০০২), অ্যালং কেম পল্লি (২০০৪), দ্য ওয়েডিং ডেট (২০০৫), লাকি ইউ (২০০৭), দ্য ওমেন (২০০৮), নাথিং লাইক দ্য হলিডেস (২০০৮), এবং সার্চিং (২০১৮). তিনি গারফিল্ড (২০০৪) এবং ওপেন সিজনের (২০০৬) এর মতো অ্যানিমেটেড চলচ্চিত্রে তার কন্ঠস্বর দিয়েছেন।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]মেসিংয়ের জন্ম নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন বরোতে৷[১][২] তিনি সান্ড্রার (নি শিমনস) কন্যা,যিনি একজন পেশাদার সংগীত শিল্পী,ব্যাংকার,ভ্রমণ বিক্রেতা,এবং ব্রায়ান মেসিং পোশাক ও গহনা প্রস্তুতকারকের জন্য একজন বিক্রয় কার্যনির্বাহী৷[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Stated in interview on Inside the Actors Studio
- ↑ Ouzounian, Richard (মার্চ ৯, ২০১২)। "Debra Messing in Smash"। Toronto Star। Toronto, Ontario, Canada: Toronto Star Newspapers Ltd.। ফেব্রুয়ারি ৫, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ৯, ২০১২।
- ↑ "Debra Messing Biography (1968–)"। Filmreference.com। সংগ্রহের তারিখ এপ্রিল ৭, ২০১০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯৬৮-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- পোলীয় ইহুদি বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- রুশ ইহুদি বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- নিউ ইয়র্ক শহরের অভিনেত্রী
- মার্কিন ইহুদি অভিনেত্রী
- মার্কিন কণ্ঠাভিনেত্রী
- মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী
- মার্কিন টেলিভিশন অভিনেত্রী
- মার্কিন মঞ্চ অভিনেত্রী
- হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা প্রধান অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার বিজয়ী
- স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার বিজয়ী
- স্যাটেলাইট পুরস্কার বিজয়ী
- ২১শ শতাব্দীর মার্কিন ইহুদি
- রোড আইল্যান্ডের অভিনেত্রী
- ব্র্যান্ডেস বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- নিউ ইয়র্কের (অঙ্গরাজ্য) ডেমোক্র্যাট