বিষয়বস্তুতে চলুন

দাভিদ রায়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দাভিদ রায়া
২০২০ সালে ব্রেন্টফোর্ডের হয়ে রায়া
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম দাভিদ রায়া মার্তিন[]
জন্ম (1995-09-15) ১৫ সেপ্টেম্বর ১৯৯৫ (বয়স ২৯)
জন্ম স্থান বার্সেলোনা, স্পেন
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)[]
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
ব্রেন্টফোর্ড
জার্সি নম্বর
যুব পর্যায়
0000–২০১২ কর্নেয়া
২০১২–২০১৪ ব্ল্যাকবার্ন রোভার্স
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৪–২০১৯ ব্ল্যাকবার্ন রোভার্স ৯৮ (০)
২০১৪–২০১৫সাউথপোর্ট (ধার) ১৬ (০)
২০১৯– ব্রেন্টফোর্ড ৯০ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৭:৩৫, ৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৭:৩৫, ৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

দাভিদ রায়া মার্তিন (স্পেনীয়: David Raya; জন্ম: ১৫ সেপ্টেম্বর ১৯৯৫; দাভিদ রায়া নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ড এবং স্পেন জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

স্পেনীয় ফুটবল ক্লাব কর্নেয়ার যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে রায়া ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে ব্ল্যাকবার্ন রোভার্সের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৪–১৫ মৌসুমে, ইংরেজ ক্লাব ব্ল্যাকবার্ন রোভার্সের মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে পাঁচ মৌসুমে ৯৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন। মাঝে তিনি এক মৌসুমের জন্য সাউথপোর্টের হয়ে ধারে খেলেছেন। ২০১৯–২০ মৌসুমে, তিনি প্রায় ৩.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে সাউথপোর্ট হতে ইংরেজ ক্লাব ব্রেন্টফোর্ডে যোগদান করেছেন।

ব্যক্তিগতভাবে, রায়া বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১৯–২০ ইংরেজ ফুটবল লিগের গোল্ডেন গ্লাভস অন্যতম।[]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

দাভিদ রায়া মার্তিন ১৯৯৫ সালের ১৫ই সেপ্টেম্বর তারিখে স্পেনের বার্সেলোনায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Notification of shirt numbers: Brentford" (পিডিএফ)। English Football League। পৃষ্ঠা 12। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২০ 
  2. "David Raya Martin – Goalkeeper – First Team"। Brentford F.C.। ১৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৯ 
  3. "David Raya presented with EFL Golden Glove prize"। Brentford F.C.। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]