বিষয়বস্তুতে চলুন

দেনিস সুয়ারেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দেনিস সুয়ারেস
২০১২ সালে দেনিস সুয়ারেস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম দেনিস সুয়ারেস ফের্নান্দেস
জন্ম (1994-01-06) ৬ জানুয়ারি ১৯৯৪ (বয়স ৩০)
জন্ম স্থান সালকিদা দি কাসিলাস, স্পেন
উচ্চতা ১.৭৬ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
সেলতা ভিগো
যুব পর্যায়
পরিনো ইন্দাস্ত্রিয়াল
২০০৯-২০১১ সেলতা ভিগো
২০১১-২০১৩ ম্যানচেস্টার সিটি
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১০-২০১১ সেলতা ভিগো বি ১৫ (০)
২০১১-২০১৩ ম্যানচেস্টার সিটি (০)
২০১৩-২০১৫ বার্সেলোনা বি ৩৬ (৭)
২০১৪-২০১৫সেভিয়া (ধারে) ৩১ (২)
২০১৫-২০১৬ ভিয়ারিয়াল ৩৩ (৪)
২০১৬–২০১৯ বার্সেলোনা ৪৬ (৩)
২০১৯আর্সেনাল (ধারে) (০)
২০১৯– সেলতা ভিগো (০)
জাতীয় দল
২০১০-১১ স্পেন অনূর্ধ্ব-১৭ (২)
২০১১-১২ স্পেন অনূর্ধ্ব-১৮ (১)
২০১২-১৩ স্পেন অনূর্ধ্ব-১৯ (৩)
২০১৩ স্পেন অনূর্ধ্ব-২০ (০)
২০১৪-১৫ স্পেন অনূর্ধ্ব-২১ ২১ (৪)
২০১৬– স্পেন (০)
২০১৬– গালিসিয়া (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৩০ মে ২০১৯ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২০ জুন ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

দেনিস সুয়ারেস ফের্নান্দেস (জন্মঃ ৬ জানুয়ারি ১৯৯৪) একজন স্পেনীয় পেশাদার ফুটবলার যিনি স্পেন জাতীয় দল ও স্পেনীয় ক্লাব সেলতা ভিগোর হয়ে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলেন।

প্রতিযোগিতামূলক ফুটবলে দেনিস সুয়ারেসের অভিষেক হয় ম্যানচেস্টার সিটির হয়ে ২০১১ সালে। ২০১৩ সালে তিনি বার্সেলোনায় যোগ দেন। পরবর্তিতে তাকে বার্সেলোনা বি দলে পাঠানো হয়। ২০১৪ সালে তাকে বার্সেলোনা সেভিয়া ধারে পাঠায়। ২০১৫ সালে তিনি ভিয়ারিয়ালে যোগ দেন। ২০১৬ সালে বার্সেলোনা তাকে পূনরায় ক্রয় করে। ২০১৯ সালে বার্সেলোনা তাকে ইংলিশ প্রিমিয়ার লিগ এর দল আর্সেনাল এ ধারে পাঠায়। ২০১৯ সালের জুনে স্পেনীয় ক্লাব সেলতা ভিগো দেনিসকে ১ কোটি ২৯ লক্ষ ইউরোর বিনিময়ে কিনে নেয়।

দেনিস সুয়ারেস স্পেন অনূর্ধ্ব-১৭ দলের হয়ে মলদোভা ও উত্তর আয়ারল্যান্ড এর বিপক্ষে গোল করেছেন। পাশাপাশি তিনি ২০১২ ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ জেতা স্পেন অনূর্ধ্ব-১৯ দলের সদস্য ছিলেন। ২৯ মে ২০১৬ বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে সুয়ারেসের স্পেন দলের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয়।

পরিসংখ্যান

[সম্পাদনা]

ক্লাব

[সম্পাদনা]
১০ মে ২০১৯ পর্যন্ত হালনাগাদকৃত।
ক্লাব মৌসুম লিগ কাপ লিগ কাপ ইউরোপ অন্যান্য মোট
উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল
ম্যানচেস্টার সিটি ২০১১-১২
২০১২-১৩
মোট
বার্সেলোনা বি ২০১৩-১৪ ৩৬ ৩৬
মোট ৩৬ ৩৬
সেভিয়া (ধারে) ২০১৪-১৫ ৩১ ১০ ৪৭
মোট ৩১ ১০ ৪৭
ভিয়ারিয়াল ২০১৫-১৬ ৩৩ ১৩ ৪৮
মোট ৩৩ ১৩ ৪৮
বার্সেলোনা ২০১৬-১৭ ২৬ ৩৬
২০১৭-১৮ ১৮ ২৭
২০১৮-১৯
মোট ৪৬ ১৬ ৭১
আর্সেনাল (ধারে) ২০১৮-১৯
সর্বমোট ১৫০ ১৬ ২৩ ৩০ ২১০ ২৬

অর্জন

[সম্পাদনা]

ক্লাব

[সম্পাদনা]
সেভিয়া
বার্সেলোনা

আন্তর্জাতিক

[সম্পাদনা]
স্পেন
  • উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপঃ২০১২

তথ্যসূত্র

[সম্পাদনা]